হোম > রাজনীতি

সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদ ছাত্রশিবিরের

স্টাফ রিপোর্টার

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বৃহস্পতিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক একজন এবং গত ৩০ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে দুই বাংলাদেশি নাগরিককে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো যৌথ প্রতিবাদ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান এবং ঘটনার পূর্ণ তদন্ত ও বিচার দাবি করেন।

বিবৃতিতে নেতারা বলেন, লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে সুবজ নামের (২৫) এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ভোরে সীমান্তের ৮৬৪ ও ৮৬৫ নম্বর পিলারের মাঝামাঝি জায়গায় তাকে গুলি করা হয়। এদিকে গত শনিবার চুয়াডাঙ্গা জেলার জীবননগর সীমান্তে শহিদুল ইসলাম নামে এক বাংলাদেশিকে হত্যার পরের দিন ৩০ নভেম্বর গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আন্তর্জাতিক পিলার ৭৬ ও ৭৭ নম্বরের মধ্যবর্তী স্থানে ভারতের নিমতিতা বিএসএফ ক্যাম্পের সদস্যরা ইব্রাহিম রিংকু এবং মমিন মিয়া নামের দুই বাংলাদেশিকে নির্মমভাবে পিটিয়ে হত্যার পর লাশ পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।

শিবির নেতারা আরো বলেন, গত এক দশকে বাংলাদেশ–ভারত সীমান্তে অতিরিক্ত বলপ্রয়োগ, গুলি ও নির্যাতনের ঘটনায় বাংলাদেশি হতাহতের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে।

বিভিন্ন মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই সময়ে সীমান্তে বিএসএফের হাতে অন্তত ৩০৫ জন হত্যার শিকার এবং ২৮২ জন আহত হয়েছেন। শুধু চলতি বছরের ১১ মাসে অন্তত ৩১ জন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে বিএসএফ। একটি স্বাধীন দেশের নাগরিকদের ধারাবাহিকভাবে বিনাবিচারে হত্যা মানবাধিকারের চরম লঙ্ঘন এবং বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধের শামিল। বাংলাদেশ সরকার, মানবাধিকার সংস্থা, সামাজিক ও রাজনৈতিক সংগঠন বারবার সীমান্ত হত্যার প্রতিবাদ ও হত্যা বন্ধের দাবি জানালেও ভারত সরকার কর্ণপাত করছে না।

শিবির নেতারা বলেন, বাংলাদেশ সীমান্তে ভারতীয়দের এ ধরনের হত্যা ও নির্যাতন চরম অমানবিক এবং প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে ভারত সরকারের অন্যায্য সীমান্ত শাসনের উদাহরণ, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের পথে অন্যতম প্রধান অন্তরায়। আমরা এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার পাশাপাশি সীমান্ত সংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সীমান্ত এলাকায় নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে উপযুক্ত কূটনৈতিক উদ্যোগ গ্রহণ, হত্যাকাণ্ডের জন্য বিএসএফকে বিচারের মুখোমুখি করা এবং প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের আশ্রয় নিয়ে সুবিচার নিশ্চিত করতে সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

৩৬ আসনে কে কোনটি পেলেন—ছবিতে দেখুন

সীমান্তের সকল হত্যার সুষ্ঠু, গ্রহণযোগ্য ও স্বাধীন তদন্ত চায় এনসিপি

শুক্রবার সকাল ১০টার পর ঢাকা ছাড়বে খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স

খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ এসএসএফ নিরাপত্তা পাবেন না

তারেক রহমান কেন দেশে আসলেন না জানালেন মাহদী আমিন

অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক বিএনপি চায় না

যমুনা অভিমুখে বাম রাজনৈতিক দলের মিছিল, পুলিশের লাঠিচার্জ

জামায়াত নেতাদের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

আলোচিত ঢাকা-১০ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যিনি

দুই-একটি আসনে সামনে প্রার্থী পরিবর্তন হবে, সেগুলো আমরা পরে ঘোষণা করবো