হোম > রাজনীতি

খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল, তবে কথা বলতে পারছেন

সাংবাদিকদের ডা. তাসনিম জারা

আমার দেশ অনলাইন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল তবে কথা বলতে পারছেন। উনি নিবিড় পরিচর্যা পাচ্ছেন, অ্যাডভান্স ট্রিটমেন্ট পাচ্ছেন। তবে উনার অবস্থা স্থিতিশীল আছে।

শনিবার খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তাসনিম জারাসহ এনসিপির তিন নেতা। প্রায় দুই ঘণ্টা অবস্থান শেষে সাংবাদিকদের এ কথা জানান ডা. জারা।

এনসিপির এই নেত্রী বলেন, খালেদা জিয়া সহনশীলতার প্রতীক ছিলেন। আমরা এই মুহূর্তে চাইব— দল মতের ঊর্ধ্বে উঠে তার দ্রুত আরোগ্যের জন্য সবাই দোয়া করবেন।

এসময় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি হওয়া পর্যন্ত আল্লাহ যেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, খালেদা জিয়ার সুস্থতার জন্য সারা দেশের মানুষ আজ দোয়া করছেন। ফ্যাসিবাদবিরোধী সব শক্তি তার রোগমুক্তি কামনায় মোনাজাত করছেন। আমরাও দোয়া করি—আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি হওয়া পর্যন্ত।

হাসনাত আরো বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

বিএনপির বিদ্রোহী প্রার্থী রইল অর্ধশতাধিক আসনে

এনসিপি নেতাদের রাজনীতি শেখার উপদেশ দিলেন মির্জা আব্বাস

ঢাকা-১৫ আসন নিয়ে যা বললেন জামায়াত আমির

মিরপুরে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

জাতীয় পার্টি গণভোটকে প্রত্যাখ্যান করবে

রাজনৈতিক হীনমন্যতা থেকে বিএমডিসিকে দিয়ে শোকজ: ডা. খালিদুজ্জামান

বাংলাদেশের বড় সমস্যাগুলোর অন্যতম হলো নীতিগত বিকৃতি

জোটে ১১ আসন পেলেও ৯ টিতে প্রার্থী প্রত্যাহার করেনি খেলাফত মজলিস

মাহমুদা মিতুর মনোনয়ন প্রত্যাহার, জামায়াতকে সমর্থনের ঘোষণা

মিরপুরে জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপির হামলা