হোম > রাজনীতি

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের নিহতের ঘটনায় জাতীয় যুবশক্তির শোক

স্টাফ রিপোর্টার

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় জাতীয় যুবশক্তি গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছে।

শনিবার রাতে জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) আসাদুর রহমানের পাঠানো শোক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এই নৃশংস হামলায় কর্তব্যরত ৬ জন বীর বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাত বরণ এবং আরও ৮ জনের আহত হওয়ার সংবাদে আমরা গভীরভাবে মর্মাহত। বিশ্বশান্তি ও মানবতার সেবায় আত্মনিয়োগ করা আমাদের এই বীর সন্তানদের আত্মত্যাগ জাতির জন্য একদিকে গৌরবের, অন্যদিকে গভীর বেদনার।

এতে আরো বলা হয়, জাতীয় যুবশক্তি নিহত শান্তিরক্ষীদের আত্মার মাগফিরাত কামনা করছে এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। একই সঙ্গে আহত শান্তিরক্ষীদের দ্রুত ও পূর্ণ আরোগ্য কামনা করছি।

বিবৃতিতে তিনি বলেন, আমরা মনে করি, শান্তিরক্ষীদের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ। জাতীয় যুবশক্তি এই বর্বর হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে।

বিবৃতিতে বলা হয়, এ দুঃসময়ে জাতীয় যুবশক্তি দৃঢ়ভাবে বিশ্বাস করে—বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলো শহীদ ও আহত শান্তিরক্ষীদের পরিবারগুলোর পাশে থাকবে এবং নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা ও আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করবে। শান্তি ও মানবতার পক্ষে আমাদের বীর শান্তিরক্ষীদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

সব ষড়যন্ত্র ব্যর্থ করে যথাসময়ে নির্বাচন হবে: ফখরুল

ভারত ও আ.লীগের গুপ্ত হামলার পরিকল্পনা ফাঁস

ফয়সালের ব্যাংক হিসাবে রহস্যজনক লেনদেন

রিজভীর প্রশংসা করে এবার নিজেও দুঃখ প্রকাশ করলেন সাদিক কায়েম

হাদির ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ

বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক

বুদ্ধিজীবীদের হত্যা ছিল সুদূরপ্রসারী ষড়যন্ত্র: চরমোনাই পীর

ডাকসু ভিপি সাদিককে নিয়ে দেয়া বক্তব্যে রিজভীর দুঃখ প্রকাশ

মেজর আখতারের যোগদান নিয়ে যা বলল জামায়াত