হোম > রাজনীতি

বিএনপি বিশ্বাস করে সুষ্ঠু নির্বাচনের আয়োজন হবে: রিজভী

স্টাফ রিপোর্টার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি বিশ্বাস করে যে প্রধান উপদেষ্টা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবেন। অন্তর্বর্তীকালীন সরকারকে সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। সব রাজনৈতিক দল মনে করেছে এ সরকারের অধীনে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব। সেই বিশ্বাস এখনো আছে ড. ইউনুসের উপরে।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্তির দাবিতে ননএমপিও শিক্ষকদের চলমান আন্দোলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তবে কিছু-কিছু উপদেষ্টার আচরণে সেটি মনে হয় না। কিন্তু অন্যান্য উপদেষ্টারা জনগণের স্বার্থে, জনগণের চিন্তার সাথে তালমিলিয়ে কাজ করছেন না। এটা কোনো কার্যকর সরকারের কাজ হতে পারে না।

এ সময় শিক্ষকদের দাবিকে শতভাগ ন্যায়সংগত জানিয়ে আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে রিজভী বলেন, শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় জনগণের জন্য কাজ করলে শিক্ষকরা রাস্তায় থাকতেন না। তাদের আচরণে মনে হয়, তারা গরিব শিক্ষকদেরকে দেশের নাগরিক মনে করে না।

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, হাজার-হাজার কোটি টাকা তো লোপাট হয়ে গেছে, শত-শত কোটি টাকা এখনো কয়েকজনের বাড়িতে খোঁজ করলেই তো পাওয়া যায়। সরকারও তো কত দিকে কত কাজে টাকা দিচ্ছে। তাহলে শিক্ষকদের জন্য টাকা খরচ করতে অসুবিধা কোথায়? শিক্ষকরা দাবি আদায়ে ফুটপাত-রাস্তায় গড়াগড়ি করছে। শিক্ষকদের জন্য সরকারের কাছ থেকে কোনো টাকা বের হয় না, কোনো নীতিমালা তৈরি হয় না।

এদিকে, বিগত ২৩ দিন ধরে ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা। সম্মিলিত ননএমপিও ঐক্যপরিষদের ব্যানারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা আন্দোলন ও অনশন কর্মসূচি করে আসছেন।

ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা জামায়াত আমিরের

রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ দল হিসেবে বিএনপি সমর্থন পাওয়ার যোগ্য

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

লুটেরা ও আগ্রাসী অর্থনৈতিক ব্যবস্থার কারণে অবহেলিত শিক্ষা খাত

মিথ্যা তথ্য প্রচারে ছাত্রশিবিরের প্রতিবাদ

দ্বিতীয় দিনের মতো চলছে এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার

জামায়াতের প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রায় নিষেধাজ্ঞা

রাজনৈতিক দলগুলো সাংবাদিকদের পকেটে নিতে চায় না, সাংবাদিকরাই ঢুকে যায়

বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে

জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বক্তব্যে তোলপাড়