হোম > রাজনীতি

রাষ্ট্র কাঠামো থেকে ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে হবে: শিবির সভাপতি

স্টাফ রিপোর্টার

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই পরিবর্তনকে আমরা শুধু ক্ষমতার পরিবর্তন হিসেবে দেখতে চাই না; বরং এর মাধ্যমে রাষ্ট্রের প্রতিটি কাঠামো থেকে ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে চাই।

তিনি সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দুই দিনব্যাপী আয়োজিত নববর্ষের প্রকাশনা উৎসব ২০২৬-এর শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এদিন জুলাই-সংক্রান্ত তিনটি বইয়ের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। ।

জাহিদুল ইসলাম বলেন, জুলাই আন্দোলন হঠাৎ ঘটে যাওয়া কোনো আন্দোলনের নাম নয়। এটি ছিল দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। এই আন্দোলনের আদর্শিক ভিত্তি ছিল অন্যায় ও জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম। ত্যাগ ও কোরবানির মানসিকতা ছিল এর অন্যতম গুরুত্বপূর্ণ দিক। দেশের জন্য, বৈষম্যহীন সমাজ গড়ার ক্ষেত্রে জীবন দিতেও পিছপা ছিল না এই সংগ্রামী প্রজন্ম।

তিনি আরো বলেন, ইসলামী ছাত্রশিবির নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাইয়ের স্পিরিট জাগ্রত রাখার চেষ্টা করে যাচ্ছে। আজকের জুলাই-সংক্রান্ত ৩টি বইয়ে বর্তমান প্রজন্মকে জাগ্রত রাখা, শিক্ষার্থীদের মধ্যে শহীদদের জীবনী তুলে ধরা, শিশুদের মাঝে শহীদ আবু সাঈদের বীরত্বগাঁথা এবং ফ্যাসিবাদের অপশাসন চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে জুলাই প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা যোগাবে।

ছাত্রশিবির সভাপতি কেন্দ্রীয় নেতাদেরকে সঙ্গে নিয়ে ছাত্র শহীদদের নিয়ে লেখা ‘রক্তের দলিল’, সারাদেশ থেকে বাছাইকৃত লেখা নিয়ে ‘জুলাই স্মৃতি’ এবং শিশুদের জন্য লেখা ‘গল্পে আঁকা জুলাই বিপ্লব’ নামক ৩টি বইয়ের মোড়ক উন্মোচন করেন। পরবর্তীতে নেতৃবৃন্দ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন।

শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েমের সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসুর জিএস এসএম ফরহাদ, শহীদ আনাসের মা সানজিদা খান দীপ্তি, জুলাই আহত তাহমিদ হুজায়ফা ও সাইফ আরেফিন রাহাত।

এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলামসহ কেন্দ্র, বিশ্ববিদ্যালয় ও মহানগর শাখার নেতারা।

পাঁচ ঘন্টা কাজ করে আট ঘন্টার পারিশ্রমিক পাবেন নারীরা

সমাবেশ বাস্তবায়নে মহানগর জামায়াতের জরুরি সভা

আ. লীগকে রাজপথেই মোকাবিলার ঘোষণা শিবিরের

রাজনীতি সাধারণ নাগরিকদের হওয়া উচিত: নাহিদ ইসলাম

বিএনপি-জামায়াতের বাইরে হবে সংস্কার জোট: নাসীরুদ্দীন

‘বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা বিক্রি করে দিও না’

রাজধানীতে আট দলের সমাবেশ কাল

রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান

আমার বাবাকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে: মির্জা ফখরুল

রাজনৈতিক অনৈক্য, হাত গুটিয়ে আছে সরকার: মান্না