হোম > রাজনীতি

‘শাপলা’ প্রতীক ইস্যুতে সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি

স্টাফ রিপোর্টার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। আগামী নির্বাচনে প্রতীক তালিকায় ‘শাপলা’ অন্তর্ভুক্ত করার বিষয় নিয়ে সিইসির সঙ্গে তাদের এ বৈঠক হচ্ছে বলে এনসিপি সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে তার দপ্তরে বেলা ৩টা ৪০ মিনিটে প্রবেশ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

দলীয় প্রতীক হিসেবে এনসিপিকে শাপলা বরাদ্দ দেওয়ার দাবিতেই তারা বৈঠক করছেন বলে জানা গেছে। এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শাপলা প্রতীক কাউকে দেওয়া হবে না।

ইতোমধ্যে কোনো দলকে শাপলা প্রতীক বরাদ্দ না দেওয়ার বিষয়ে ইসি সিদ্ধান্ত নিয়েছে। ‘শাপলা’ প্রতীক ইসির নির্বাচন পরিচালনা বিধিতে না থাকায় এনসিপিকে বরাদ্দ দেওয়া যাচ্ছে না বলে ইসির পক্ষ থেকে জানানো হয়।

এর ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর ইসির তরফে এনসিপিকে প্রতীক বাছাইয়ের জন্য চিঠি দেওয়া হয়; ৭ অক্টোবরের মধ্যে তা জানানোর জন্য অনুরোধ করা হয়।

ইসির অনুরোধ নাকচ করে ৭ অক্টোবর ফের ‘শাপলা’ প্রতীক তালিকায় যুক্ত করতে নির্বাচন পরিচালনা বিধি সংশোধনের দাবি জানিয়েছে দলটি।

সেক্ষেত্রে ‘শাপলা’, ‘সাদা শাপলা’ ও ‘লাল শাপলা’র যে কোনো একটি প্রতীক এনসিপির নামে বরাদ্দ করবে বলে আশা প্রকাশ করে চিঠি দেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

ছুটির দিনে রাজধানীতে নির্বাচনি প্রচার জমজমাট

তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচয় করে দিলেন মির্জা ফখরুল

তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন ৪৮ শতাংশ মানুষ

ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে

ধানের শীষে সিল মারুন, হ্যাঁ-এর পক্ষে রায় দিন

ধানের শীষে ভোট দিলে আ.লীগকে রাজনীতির সুযোগ দেবেন তারেক রহমান

উন্নয়ন ও সার্বভৌমত্বের প্রশ্নে ধানের শীষের বিকল্প নাই: রবিন

এনসিপির ইশতেহার: সব প্রতিষ্ঠানে পিতৃত্বকালীন ১ মাস ছুটির অঙ্গীকার

দায়িত্ব পেলে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীদের ঘুম হারাম করব

বিএনপির ২২ নেতাকর্মীর পদত্যাগ