হোম > রাজনীতি

ঐতিহাসিক জয়ে জাতীয় ফুটবল টিমকে গোলাম পরওয়ারের অভিনন্দন

স্টাফ রিপোর্টার

এশিয়ান ফুটবল কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ভারতকে ১-০ গোলে পরাজিত করে ঐতিহাসিক জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে ভারতকে ১-০ গোলে পরাজিত করে যে ঐতিহাসিক জয় অর্জন করেছে, তাতে আমি বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট এবং বাংলাদেশের ফুটবলপ্রেমী জনগণকে আন্তরিক অভিনন্দন জানাই।

মিয়া গোলাম পরওয়ার তার বিবৃতিতে এই জয়কে জাতির জন্য এক গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দীর্ঘ ২২ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের এই বিজয় জাতির জন্য এক গর্বের মুহূর্ত। ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জয়ের পর আবারও ভারতকে হারিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা প্রমাণ করলো যে তারা যোগ্যতা, দক্ষতা এবং আত্মবিশ্বাস দিয়ে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম।

তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে জাতীয় ফুটবল দলের এই সাফল্য বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ফুটবলের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।

বিবৃতির শেষে মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সর্বোচ্চ সাফল্য, ধারাবাহিক উন্নতি ও আন্তর্জাতিক অঙ্গনে আরও গৌরবময় অর্জনের জন্য দোয়া ও শুভকামনা জানান। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ফুটবল দলের এই জয়ের ধারা যেন অব্যাহত থাকে।

নির্বাচন কমিশনে প্রার্থিতা ফিরে পেলেন ১০৯ এমপি প্রার্থী

হামিমকে কাছে ডেকে কথা বললেন তারেক রহমান

মোসাব্বির হত্যার পেছনে ব্যবসাকেন্দ্রিক বিরোধের ইঙ্গিত

খালেদা জিয়া ভোটাধিকার ও গণতন্ত্রের লড়াইয়ে সাহস যুগিয়েছেন: সাইফুল হক

২২ জানুয়ারি নির্বাচনের মাঠে নামছেন তারেক রহমান

জামায়াতের ডা. তাহেরের তুলনায় সম্পদে এগিয়ে বিএনপির কামরুল

আমিনুল হকের প্রধান আয়ের উৎস ব্যবসা, বছরে আয় ২০ লাখ টাকার বেশি

জুলাই গণঅভ্যুত্থান রক্ষা করতে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে

নির্বাচন উপলক্ষে ২৭০ জন ‘অ্যাম্বাসেডর’ নিয়োগ দেবে এনসিপি, তাদের কাজ কী

জামায়াত আমিরের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ