হোম > রাজনীতি

ড. জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ায় জবিতে প্রতিবাদ

প্রতিনিধি, জবি

বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ড. জাকির নায়েককে বাংলাদেশে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা।

বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। এখানে কে আসবে আর কে আসবে না, তা নির্ধারণ করবে দেশের জনগণ, কোনো বিদেশি শক্তি নয়। ভারতের প্রেসক্রিপশনে কোনো ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশে বাধা দেওয়া দেশের সার্বভৌমত্বের পরিপন্থি বলেও মন্তব্য করেন তারা।

আপ বাংলাদেশের জবি শাখার সংগঠক তৌহিদুল ইসলাম বলেন, গত ১৫ বছরে খুনি হাসিনা বাংলাদেশকে ভারতের কলোনিতে পরিণত করেছে। জুলাই অভ্যুত্থান ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক প্রতিক্রিয়া। আমরা ভেবেছিলাম বর্তমান সরকার ভারতের চোখে চোখ রেখে কথা বলবে, কিন্তু ভারতের ভেটো দেওয়ার কারণে জাকির নায়েককে বাংলাদেশে আসতে বাধা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ছোটোখাটো বিষয়ে পর্যন্ত ভারত আধিপত্য বিস্তার করছে। ৫ আগস্টের পর জাতি আর ভারতীয় আধিপত্যবাদ মেনে নেবে না।

আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাসুদ রানা বলেন, ভারত যদি ড. নায়েককে ফেরত চায়, তবে আগে খুনি হাসিনাকে ফেরত দিতে হবে। ড. জাকির নায়েক কোনো অপরাধী নন; তিনি ২০০ কোটি মুসলিমের হৃদয়ের স্পন্দন। নরেন্দ্র মোদির কাছে তিনি সন্ত্রাসী হতে পারেন, কিন্তু আমাদের কাছে তিনি শান্তির দূত।

বক্তারা সরকারের কাছে অবিলম্বে ড. জাকির নায়েককে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়ার দাবি জানান এবং ভবিষ্যতে ভারতীয় প্রভাবমুক্ত স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণের আহ্বান জানান।

অধ্যাপক ইয়াহইয়ার রহমানের ইন্তেকালে জামায়াত আমিরের শোক

জুলাই সনদ আদেশ জারি ছাড়া জনগণ নির্বাচন মানবে না: ড. হেলাল উদ্দিন

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর ওপর হামলায় জড়িতদের শাস্তি দাবি জামায়াতের

প্রধান উপদেষ্টাকে বৃহস্পতিবার স্মারকলিপি দেবে জামায়াত’সহ ৮ দল

চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ, মির্জা ফখরুলের নিন্দা

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় জামায়াতের কমিটি

আসন সমঝোতা নিয়ে বিভ্রান্তিকর খবরে এনসিপির প্রতিবাদ

ঢাকা-১৮ থেকে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

গণভোট নিয়ে পাতানো ফাঁদে পা দেয়ার সুযোগ নেই: হামিদুর রহমান

নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: নাহিদ