হোম > রাজনীতি

ফ্যাসিবাদ বিদায় করতে পারলেও গণতন্ত্র পুনঃ:প্রতিষ্ঠা করতে পারিনি: নজরুল

স্টাফ রিপোর্টার

গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় করতে পারলেও গণতন্ত্র পুনঃ:প্রতিষ্ঠা করতে পারিনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টি কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন,গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় করেছি। কিন্তু গণতন্ত্রকে এখনো পুনঃ:প্রতিষ্ঠা করতে পারি নি। কাজেই এই মুহূর্তে প্রধান দাবি হলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। জনগণ যে অধিকার চর্চা করতে পারেনি,তা ফিরিয়ে দেয়া। সংস্কারের প্রয়োজন অবশ্যই রয়েছে। সেজন্য আমরা ৩১ দফা দিয়েছিলাম,যা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ছিল। আমাদের চাইতে সুস্পষ্ট সংস্কারের প্রস্তাব আর কেউ দেয়নি। কিন্তু আমাদেরকে সংস্কারের প্রতিপক্ষ বানানোর চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন,সংস্কার প্রক্রিয়াকে বিলম্বিত করার যে চেষ্টা,তার কারণ আছে। কেউ কেউ সংগঠিত হওয়াএ জন্য বেশি সময় চাইছেন। আবার কেউ কেউ জোট বাঁধার চেষ্টা করছেন। কিছুদিনে আগেও যারা একে অপরকে বেইমান,বিধর্মী বলে আখ্যায়িত করেছেন,তারা এখন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন। কিন্তু এইসব কারণে কি দেশের জনগণ নির্বাচনের যে আকাণ্খা,তার জন্য বিলম্ব করবে?আমরা বিশ্বাস করি যে দেশে ইতিমধ্যে নির্বাচন দেয়ার মতো অবাধ পরিবেশ তৈরি হয়েছে।

নজরুল বলেন,যারা দেশে লুটপাট গুম-খুন চালিয়েছে,তাদের বিচার দ্রুত সময়ে করা হোক। সে বিচার ব্যবস্থা ত্বরান্বিত করতে আমরা অনেক আগেই আরেকটি দ্রুত বিচার ট্রাইবুনাল তৈরির প্রস্তাব দিয়েছিলাম। আমরা চাই সুবিচার হোক,কিন্তু বিলম্বিত বিচার নয়। সংস্কারও যেমন চলমান প্রক্রিয়া,বিচারও তেমন চলমা প্রক্রিয়া।অনেকে বলেছে, বিএনপি ক্ষমতায় আসলে বিচার প্রক্রিয়া বন্ধ বা বিলম্বিত হতে পারে। তাদের বলতে চাই,আপনাদের কতোজন নেতাকর্মী নির্যাতিত-শহীদ হয়েছে?আমরা নিপীড়িত দল,সুতরাং ক্ষমতায় এলে বিচার ব্যবস্থা বন্ধ হয়ে যাবে,এটা মূর্খতা ছাড়া আর কিছুই না।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা মজিবুর রহমান সরোয়ার প্রমুখ।

জামায়াত ক্ষমতায় এলে সবচেয়ে বেশি বিপন্ন হবে নারীরা

আমাকে নিয়ে যাতে অহংকার করতে পারেন সেই দোয়া করবেন

১২ তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

১৯ বছর পর বগুড়ায় জনসভায় তারেক রহমান

কবর জিয়ারতের মধ্য দিয়ে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’-এর যাত্রা

নির্বাচনে কারচুপির পরিকল্পনার আশঙ্কা করছেন মির্জা আব্বাস

পডকাস্টে ফ্যামিলি কার্ডের বিস্তারিত তুলে ধরলেন তারেক রহমান

একটি দলকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আনার চেষ্টা হচ্ছে

নারীদের মর্যাদা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: জামায়াত আমির

ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানো প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির