হোম > রাজনীতি

মধ্যরাতে ঢাকায় পৌঁছবে কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব

আতিকুর রহমান নগরী

কাতারের আমিরের দেওয়া রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছবে মধ্যরাতে। বৃহস্পতিবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব একথা জানান।

তিনি বলেন, আপনারা ইতোমধ্যে শুনেছেন যে, কাতার আমির নিজের উদ্যোগে তার মহানুভবতায় আমরা একটা অত্যন্ত উন্নতমানের এয়ার অ্যাম্বুলেন্স পেয়েছি। যেটা আজকে রাতের মধ্যেই ঢাকায় এসে পৌঁছাবে এবং সম্ভবত খুব ভোরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যুক্তরাজ্যে রওনা হবো।

তিনি বলেন, আনুষঙ্গিক যে সমস্ত কাজগুলো দরকার সেই কাজগুলো আমরা সেরে ফেলেছি এবং এখান থেকে আপনারা এর মধ্যে শুনেছেন যে কারা কারা যাচ্ছেন। ম্যাডামের সঙ্গে একটি চিকিৎসক দল যাচ্ছেন।

মির্জা ফখরুল বলেন, কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সটি অত্যন্ত আধুনিক একটা এয়ার অ্যাম্বুলেন্স। এর মধ্যে অপারেশন থিয়েটার থেকে শুরু করে সব ব্যবস্থাই রয়েছে।

তিনি বলেন, আমরা পরম করুণাময় আল্লাহ তার কাছে এই দোয়া চাচ্ছি, যে আল্লাহ তাআলা তাকে সুস্থভাবে নিয়ে যান, নিরাপদভাবে নিয়ে যান এবং সুস্থভাবে আমাদের মাঝে তাকে ফিরেয়ে দেন।

বিএনপি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী এবং এই মুহূর্তে যিনি দেশের দলমত নির্বিশেষে সমগ্র মানুষের কাছে যিনি একজন অভিভাবক হিসেবে পরিচিত এবং যার অসুস্থতার কারণে সারাদেশের প্রতিটি মানুষ তার জন্য দোয়া করছেন তার রোগ মুক্তির জন্যে।

তিনি বলেন, তার উন্নত চিকিৎসার জন্যে দেশি-বিদেশী ডাক্তারদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে দেশনেত্রীকে যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবও স্বীকৃতি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

বিএনপির নারী কর্মীরা জামায়াত-শিবিরের আক্রমণের শিকার হচ্ছে: রিজভী

ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করার প্রতিশ্রুতি জামায়াতের

তারেক রহমান বরিশাল যাবেন ৪ ফেব্রুয়ারি

‘আপনার কথায় ফ্যাসিবাদের সুর রয়ে গেছে’, সাদিক কায়েমকে হামিম

১১ দলীয় নির্বাচনি ঐক্যে এনসিপির লক্ষ্য সংস্কার বাস্তবায়ন

‘ফ্যামিলি কার্ড নয় চাঁদাবাজি-দুর্নীতি থেকে বাঁচার কার্ড দিন’

ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন

দীর্ঘদিনের দলীয়করণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করেছে: আসিফ মাহমুদ

নির্বাচনি মাঠ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি হান্নান মাসউদের

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান