বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশ ও গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার সুস্থতা জরুরি। আসুন সবাই তার জন্য দোয়া করি। কারণ, তিনি সুস্থ থাকলে দেশ বিপদে পড়বে না।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী কর্মজীবী দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, বেগম জিয়া দেশ, জনগণ ও গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। হুসেইন মুহাম্মদ এরশাদের স্বৈরাচার থেকে তিনি বাংলাদেশকে মুক্ত করেছিলেন। মানুষের ভালোবাসা নিয়ে আমাদের নেত্রী তিনবার ক্ষমতায় এসেছেন। সেই মানুষটাই আজ হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আমাদের জীবন-মৃত্যু আল্লাহর হাতে। তিনিই আমাদের রক্ষা করতে পারেন, সুস্থতা দিতে পারেন। তার কাছে প্রার্থনা করা ছাড়া এখন আর কোনো উপায় নেই।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, এই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পক্ষে বেগম জিয়া ক্ষমতার বাইরে এবং ক্ষমতায় থেকেও কাজ করে গেছেন। সেগুলো ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এই মানুষটি গণতন্ত্রকে সমৃদ্ধ করেছেন। তিনি কখনও প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি বা কার্যক্রমে ছিলেন না। তিনি কুৎসা পছন্দ করতেন না, নিজেও এটা করতেন না। তবে দেশের জন্য তিনি ছিলেন নিবেদিতপ্রাণ এক মানুষ।
আয়োজক সংগঠনের সভাপতি সালাউদ্দিন খানের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লাইন মিয়া, মো. আনোয়ার এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।