হোম > রাজনীতি

বুলেটপ্রুফ গাড়ি কেন কেনা হচ্ছে জানালেন রিজভী

স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ থাকলে আসন্ন নির্বাচনি গণসংযোগে অংশ নেবেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। পাশাপাশি বেগম জিয়ার নিরাপত্তা নিশ্চিতে বুলেটপ্রুফ গাড়ি কেনা হচ্ছে বলেও জানান তিনি।

রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী দেশে একের পর এক আগুন লাগার ঘটনা এবং সরকারের নির্বাচন আয়োজনের পরিকল্পনাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার আশঙ্কা প্রকাশ করেন।

একের পর এক অগ্নিকাণ্ড: ষড়যন্ত্রের অভিযোগ

অগ্নিকাণ্ডের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, এত বড় অগ্নি প্রজ্জ্বলন কীভাবে সম্ভব? ফায়ার সার্ভিসের গাড়িকে আটকে রাখছে বিমানবন্দর কর্তৃপক্ষ—এটা কি কেবল ব্রুক্রেসি, নাকি এর পেছনে রয়েছে কোনো উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র?"

তিনি আরও বলেন, “আজকেও নাকি চট্টগ্রামে একটি লঞ্চে আগুন লেগেছে। একের পর এক এই আগুন লাগার ঘটনাগুলো কেবল কাকতালীয় নয়—এগুলো জাতিকে ভাবিয়ে তুলছে। এটি কি নাশকতার অংশ নয়?

ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন

বিএনপির এই মুখপাত্র অভিযোগ করেন যে, দেশে স্থিতিশীলতা নষ্ট করার জন্য একটি মহল সচেষ্ট এবং ভারত সে চেষ্টাকে বিভিন্ন সময়ে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সহযোগিতা করে এসেছে। তিনি বলেন, ভারত চায় না বাংলাদেশে একটি স্থিতিশীল পরিস্থিতি বজায় থাকুক, বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার আসুক তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে কখনো এটি তারা প্রমাণ করতে পারেনি। তারা বরাবরই শেখ হাসিনার মত অবৈধ সরকারকে সমর্থন দিয়ে এসেছে।

রিজভী ২০১৪ সালের নির্বাচন প্রসঙ্গে ভারতের কূটনীতিকদের এরশাদকে নির্বাচনে অংশ নিতে কনভিন্স করার চেষ্টাকে "বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ” বলেও মন্তব্য করেন।

নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা নস্যাৎ করার চেষ্টা

সরকারের নির্বাচন আয়োজনের পরিকল্পনাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলেও আশঙ্কা প্রকাশ করেন রিজভী। তিনি বলেন, "সরকার আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের যে সিদ্ধান্ত নিয়েছে, তা নস্যাৎ করার চেষ্টা চলছে। পরপর আগুন লাগার এই ঘটনাগুলো কি শুধুই দুর্ঘটনা, নাকি পরিকল্পিত কোনো ষড়যন্ত্র—তা খতিয়ে দেখা দরকার।"

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান

বিএনপির এই নেতা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং জুলাই সনদকে ‘মেঘনা কার্টা’ হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, ডেমোক্রেসির জায়গায় যদি মবক্রেসি হয়, তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু প্রমুখ।

গভীর রাতে মাজার জিয়ারত, কাল আলিয়া মাঠে সমাবেশ করবেন তারেক রহমান

নারীদের দিয়ে আগাম প্রচারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা

হাইকোর্টে গিয়েও প্রার্থিতা ফিরে পেলেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী

সরাসরি আইন লঙ্ঘনের পরও তারেক রহমানকে শোকজ করেনি ইসি

মিরপুরে নেতাকর্মীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি জামায়াতের

ববি হাজ্জাজের ধানের শীষের বিরুদ্ধে রিকশা নিয়ে লড়বেন মামুনুল হক

বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে বিএনপি: মাহাদী আমীন

জামায়াত আমিরের নির্বাচনি সফর শুরু বৃহস্পতিবার

তারেক রহমানের সফরসঙ্গী হচ্ছেন ত্যাগীরা

ফুটবল নিয়ে লড়বেন ডা. তাসনিম জারা