হোম > রাজনীতি

তারেক রহমানের সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। ছবি : আমার দেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন।

এ সময় উপাচার্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং তারেক রহমানকে সমবেদনা জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা ও সার্বিক পরিবেশ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ অংশীজনদের নিয়মিত সংলাপের অংশ হিসেবে উপাচার্য এ সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে অধ্যাপক নিয়াজ আহমদ খান জাতীয় নির্বাচন-পূর্ব সময়ে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃহৎ উন্নয়ন প্রকল্পসহ চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, ডাকসু নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, শিক্ষা ও গবেষণা কার্যক্রম, আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সম্প্রতি গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবহিত করেন।

এছাড়া খালেদা জিয়ার মৃত্যুর পর তার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গৃহীত বিভিন্ন কর্মসূচির বিষয়েও তারেক রহমানকে অবহিত করা হয়।

সাক্ষাৎকালে উপাচার্য বলেন, জাতীয় নির্বাচনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা, শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং অবকাঠামোগত অগ্রগতির জন্য তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

এ সময় তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সম্ভাব্য সব সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংরক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন।

জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

লুটেরা সিন্ডিকেট জনগণের দুর্ভোগকে ব্যবসায় পরিণত করেছে : সিপিবি

রাষ্ট্র পরিচালনা নয়, হরর সিনেমার স্ক্রিপ্ট বাস্তবায়ন চলছে

অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে মোসাব্বির হত্যা: মির্জা ফখরুল

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের কম্বল বিতরণ

পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে জামায়াত আমির

ফ্যাসিস্ট চক্র নতুন করে হত্যাকান্ডে মেতে উঠছে: হেফাজতে ইসলাম

বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে যা জানালেন সালাহউদ্দিন আহমদ

এলপি গ্যাস নিয়ে সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে

জকসুতে বিজয়ীদের ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের অভিনন্দন