রাজধানীতে ভূমিকম্পের ঝুঁকি
সম্প্রতি দেশজুড়ে কয়েক দফা ভূমিকম্পের কারণে রাজধানীর ভবনগুলোর ঝুঁকি পরীক্ষার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে জামায়াতে ইসলামী। দলটির প্রকৌশল বিভাগের মাধ্যমে ‘ভূমিকম্প-পরবর্তী ভবন সুরক্ষা স্ক্যান’ সেবা চালু করা হয়েছে। ইতোমধ্যে সেবা নিতে আগ্রহীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে বলে জানা গেছে।
সূত্র মতে, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বিশেষ উদ্যোগ ও তত্ত্বাবধানে গত ২৬ নভেম্বর থেকে চালু হয় এই সেবা। এ বিষয়ে জামায়াত আমির নিজেই ফেসবুক স্ট্যাটাসে বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, ভূমিকম্পের পর আপনার ভবন, বাসা, দোকান বা অফিসের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। কিন্তু এ উদ্বেগ নিয়ে অবহেলা করা বিপজ্জনক। আপনার স্থাপনায় যদি কিছু লক্ষণ দেখা যায়, তাহলে তাৎক্ষণিক বিশেষজ্ঞ মূল্যায়ন অপরিহার্য। লক্ষণগুলো হলো- ফাটল বা দৃশ্যমান ক্ষতি, ভবন হেলে যাওয়া বা বেঁকে যাওয়া, অস্বাভাবিক শব্দ বা কম্পন।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীর প্রকৌশল বিভাগ অভিজ্ঞ সিভিল ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে একটি বিশেষ ‘ভূমিকম্প পরবর্তী ভবন সুরক্ষা স্ক্যান’ সেবা চালু করেছে। বর্তমানে এই সেবা ঢাকা সিটি করপোরেশন এবং আশপাশের এলাকায় দেওয়া হচ্ছে।
সেবার মধ্যে রয়েছে- ভবনের প্রাথমিক ঝুঁকি মূল্যায়ন, প্রয়োজনবোধে সাইট ভিজিট ও পরিদর্শন, দৃশ্যমান ক্ষতি এবং সম্ভাব্য বিপদের চিহ্ন নির্ণয়, নিরাপত্তা নির্দেশনা ও জরুরি করণীয় সম্পর্কে পরামর্শ, ভিডিও ডকুমেন্টেশন ও প্রাথমিক রিপোর্ট, প্রয়োজনবোধে এক্সপার্ট প্যানেলের যাচাই করা ফাইনাল রিপোর্ট দেওয়া।
ভবন স্ক্যান সেবায় ব্যাপক সাড়া প্রসঙ্গে সংশ্লিষ্ট টিম সদস্য প্রকৌশলী আলিফ আমার দেশকে জানান, ১০টি জোনে ১০টি টিমে আমাদের প্রায় ৩০ জন দক্ষ প্রকৌশলী দায়িত্ব পালন করছেন। সম্পূর্ণ বিনা খরচে এই সেবা নিতে ইতোমধ্যে ২৩০টি কল পাওয়া গেছে। সংশ্লিষ্ট ৬৫ জনের কাছ থেকে তথ্য গ্রহণ করা হয়েছে। ২৫টি বাসায় ইতোমধ্যে আমাদের টিম স্পট ভিজিট করেছে। প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ টিম সদস্যরা ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করে রিপোর্ট তৈরি করছেন। এক্সপার্ট টিম সেই রিপোর্টগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছে।
তিনি আরো বলেন, বেসরকারি পর্যায়ে এ ধরনের উদ্যোগ এটাই প্রথম। প্রতিদিনই হটলাইনে (০১৩২৭১২১৯৩৫, ০১৩২৭১২৩০৯৯, ০১৩২৭১২১৩০১) কল সংখ্যা বাড়ছে। আমাদের টিম তাদের সুবিধাজনক সময়ে পরিদর্শনে যাচ্ছেন। চাহিদা অনুযায়ী এই সেবা অব্যাহত থাকবে। জামায়াত আমির এই কার্যক্রম সরাসরি তদারকি করছেন বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে ভূমিকম্প-পরবর্তী ভবন সুরক্ষা স্ক্যান সেবা চালু করার মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিতের ভূমিকা পালন করায় দলের প্রকৌশল বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। গতকাল মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, আমি মনে করি, শুধু জামায়াতে ইসলামী নয়, দেশের সব সুযোগ্য প্রকৌশলী ও বিশেষজ্ঞের এই দুর্যোগকালীন মুহূর্তে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা অত্যাবশ্যক।
তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের সুযোগ্য প্রকৌশলী এবং অন্য পেশাজীবীরা ভবিষ্যতেও জাতীয় দুর্যোগ মোকাবিলায় একইভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ এবং নেতৃত্ব দেবেন। ইনশাআল্লাহ, সম্মিলিত প্রচেষ্টায় আমরা সবাই মিলে আরো সুন্দর, নিরাপদ এবং শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যেতে সক্ষম হব।