আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত রাজনৈতিক সংলাপের তৃতীয় দিনে ১২টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে সংলাপ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
প্রথম ধাপ শুরু হয়েছে সকাল সাড়ে ১০টায়, চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এ সময় বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল এই ৬টি দলের সঙ্গে সংলাপ চলছে।
এরপর দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাকের পার্টি, আমার বাংলাদেশ পার্টি- এবি পাটি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পাটি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা এই ৬টি দলের সঙ্গে সংলাপ করবে ইসি। এর আগে গত বৃহস্পতিবার সংলাপের প্রথম দিনে ১২টি দলের সঙ্গে বসেছিল নির্বাচন কমিশন।
বর্তমানে ইসিতে নিবন্ধিত দল রয়েছে ৫৩টি। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এছাড়া প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), ফ্রিডম পার্টি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল হয়েছে।
নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আমজনগণ পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, মার্কসবাদীর নিবন্ধন চূড়ান্ত করতে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ধাপে ধাপে সব নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসবে ইসি।