হোম > রাজনীতি

ফেলানী হত্যা দিবসে সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধের দাবি লেবার পার্টির

স্টাফ রিপোর্টার

ফেলানী হত্যা দিবসে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার পুনরাবৃত্তি গভীর উদ্বেগজনক ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

মঙ্গলবার (৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ফেলানী হত্যাকাণ্ড ছিল বাংলাদেশের সার্বভৌমত্ব ও মানবাধিকারের ওপর নির্মম আঘাত। দুঃখজনক হলেও সত্য, বছরের পর বছর পেরিয়ে গেলেও সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধ হয়নি। বরং তা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে, যা আধিপত্যবাদী আগ্রাসনেরই বহিঃপ্রকাশ।

ডা. ইরান বলেন, সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার সনদের সরাসরি লঙ্ঘন। অথচ দেশের ভেতরে পতিত ফ্যাসিবাদী হাসিনা সরকার বারবার নীরবতা ও আত্মসমর্পণমূলক আচরণের মাধ্যমে এই হত্যাকাণ্ডকে পরোক্ষভাবে প্রশ্রয় দিয়েছে।

তিনি আরও বলেন, ফেলানী হত্যার বিচার আজও সম্পূর্ণ না হওয়া সীমান্ত হত্যাকারীদের দায়মুক্তির সংস্কৃতিকে উৎসাহিত করেছে। এই দায়মুক্তির জন্য যেমন সীমান্তে হত্যাকারী শক্তি দায়ী, তেমনি দায়ী জনগণের স্বার্থবিরোধী ও বিদেশি আধিপত্যের কাছে নতজানু তৎকালীন ফ্যাসিবাদী সরকার।

তাই অবিলম্বে সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধ, খুনিদের দৃষ্টান্তমূলক বিচার এবং জাতীয় মর্যাদা রক্ষায় কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জানায় বাংলাদেশ লেবার পার্টি। প্রেস বিজ্ঞপ্তি

বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে সাংগঠনিক ব্যবস্থা

ভোট একটি আমানত, খেয়ানতকারীর হাতে দেওয়া যাবে না: গোলাম পরওয়ার

শহীদ হাদির খুনিদের বিচার না হলে রাষ্ট্রকেই কাঠগড়ায় দাঁড়াতে হবে

তারেক রহমানের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

গণভোটে ‘হ্যাঁ’ এবং জাতীয় নির্বাচনে ১১ দল জয়যুক্ত হবে

একটি ছাত্র সংগঠন আগের গুপ্ত রাজনীতির সুফল এখন পাচ্ছে

স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

ছাত্রশক্তির যুগ্ম সা. সম্পাদককে শোকজ

ইলিয়াস আলী গুম তদন্ত বোর্ডের ‘রহস্যজনক’ বিলুপ্তি

মনোনয়নপত্র বাতিল হল যেসব কারণে