হোম > রাজনীতি

বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএনপির কর্মসূচি

স্টাফ রিপোর্টার

মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) ও শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) উপলক্ষে পৃথক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে এ কর্মসূচির বিস্তারিত জানানো হয়েছে।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ ডিসেম্বর রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বেলা ২টায় বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

১৬ ডিসেম্বর ভোর ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর সকাল ৭টায় বিএনপি জাতীয় নেতা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

স্মৃতিসৌধ থেকে ফিরে সকাল ৯টা ৩০ মিনিটে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করবেন দলের কেন্দ্রীয় নেতারা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিবসটি উপলক্ষে বিএনপির পক্ষ থেকে ক্রোড়পত্র প্রকাশ করা হবে এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজস্ব কর্মসূচি হাতে নেবে। একই সঙ্গে সারা দেশে স্থানীয় সুবিধানুযায়ী বিজয় দিবসের বিভিন্ন আয়োজন করবে দল ও সহযোগী সংগঠনগুলো। এছাড়া গুলশানে চেয়ারপারসনের কার্যালয় এবং নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোকসজ্জা করা হবে।

অন্যদিকে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভোর ৬টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে।

সেদিন বেলা ২টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। একই দিন সকাল ৯টায় দলীয় নেতারা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করবেন।

বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি সফল করতে সারা দেশের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছে বিএনপি।

আমাকে নিয়ে যাতে অহংকার করতে পারেন সেই দোয়া করবেন

১২ তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

১৯ বছর পর বগুড়ায় জনসভায় তারেক রহমান

কবর জিয়ারতের মধ্য দিয়ে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’-এর যাত্রা

নির্বাচনে কারচুপির পরিকল্পনার আশঙ্কা করছেন মির্জা আব্বাস

পডকাস্টে ফ্যামিলি কার্ডের বিস্তারিত তুলে ধরলেন তারেক রহমান

একটি দলকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আনার চেষ্টা হচ্ছে

নারীদের মর্যাদা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: জামায়াত আমির

ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানো প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির

ক্ষমতায় গেলে ইসলামী আইন চালুর প্রশ্নে যা বললেন জামায়াত আমির