হোম > রাজনীতি

তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

তারেক রহমানই পরবর্তী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের ও জনগণের নেতৃত্ব দেবেন—এমন আশাবাদ ব্যক্ত করেছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।

বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ শেষে হুমায়ুন কবির এসব কথা বলেন। সাক্ষাৎকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন ও প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের এটিই প্রথম সাক্ষাৎ। ঘণ্টাব্যাপী সাক্ষাতের পর হুমায়ুন কবির বলেন, ‘অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে এই বৈঠক হয়েছে। চীন বাংলাদেশের একটি দীর্ঘ সময়ের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী দেশ।’

তিনি বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, চীন ইজ অ্যান ইম্পর্টেন্ট ডেভেলপিং পার্টনার অব বাংলাদেশ। তিনি বিএনপির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং কীভাবে দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে চান, সেগুলো নিয়ে কথা বলেছেন। চীন কীভাবে বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করতে পারে, সেটাও আলোচনায় উঠে এসেছে।’

এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘উনারা (চীন) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা গুরুত্বসহকারে বিবেচনা করেন। দে আর রেডি টু ওয়ার্ক উইথ দ্য নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট অব বাংলাদেশ।’

সাক্ষাৎকালে খালেদা জিয়ার প্রতি শোক জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত। এই বিষয়ে হুমায়ুন কবির বলেন, ‘ম্যাডাম বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারা ব্যক্তিগতভাবে শোক প্রকাশ করেছেন। শুরুতে রাষ্ট্রদূত সাহেব তাদের দেশের পক্ষ থেকে শোকবার্তা দিয়েছেন। আপনারা জানেন, ম্যাডাম যেদিন ইন্তেকাল করেন, ওইদিন সকাল ৭টায় চীনের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি তাদের শোক জানিয়েছেন।’

বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে সাংগঠনিক ব্যবস্থা

ভোট একটি আমানত, খেয়ানতকারীর হাতে দেওয়া যাবে না: গোলাম পরওয়ার

শহীদ হাদির খুনিদের বিচার না হলে রাষ্ট্রকেই কাঠগড়ায় দাঁড়াতে হবে

তারেক রহমানের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

গণভোটে ‘হ্যাঁ’ এবং জাতীয় নির্বাচনে ১১ দল জয়যুক্ত হবে

একটি ছাত্র সংগঠন আগের গুপ্ত রাজনীতির সুফল এখন পাচ্ছে

স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

ছাত্রশক্তির যুগ্ম সা. সম্পাদককে শোকজ

ইলিয়াস আলী গুম তদন্ত বোর্ডের ‘রহস্যজনক’ বিলুপ্তি

মনোনয়নপত্র বাতিল হল যেসব কারণে