হোম > রাজনীতি

খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলার বিষয়ে যা বললেন মির্জা ফখরুল

আমার দেশ অনলাইন

চিকিৎসকেরা নিশ্চিত করলেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বাদ জুমা রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সংলগ্ন মসজিদের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথাগুলো বলেন। এর আগে মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে চিকিৎসকেরা প্রাণপণে চেষ্টা করছেন উল্লেখ করে মির্জা ফখরুল আরো বলেন, চিকিৎসকেরা আশা করছেন আগামীকাল (শনিবার) কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে এসে পৌঁছালে রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে।

মির্জা ফখরুল সাংবাদিকদের আরো বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় গত এক সপ্তাহ ধরে খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের উচ্চমানের চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন। তবে এই চিকিৎসা আরো উন্নত হাসপাতালে করা প্রয়োজন বলে সবাই মনে করছেন। সে কারণে তাকে ইংল্যান্ডের হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া চেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এভারকেয়ার থেকে বাবার বাসায় জুবাইদা রহমান

বিএনপির ২৭২ প্রার্থী ঘোষণায় ক্ষুব্ধ ১২ দলীয় জোট

জার্মানি থেকে খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

কড়াইল বস্তির দুর্গতদের জন্য বিএনপির দুই দিনের চিকিৎসা সেবা সম্পন্ন

খালেদা জিয়ার জন্য সারা দেশে বিশেষ দোয়া

খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চিত

বিএনপির সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা লেবার পার্টির

ক্ষমতায় গেলে নিজের পেট নয়, জনগণের পেট ভরানোর চিন্তায় থাকবে জামায়াত

বিএনপির সমালোচকরাও খালেদা জিয়ার জন্য দোয়া করছেন: ফারুক

শাশুড়িকে দেখতে এভারকেয়ারে জুবাইদা