হোম > রাজনীতি

দলীয়করণের শিকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার জরুরি

আলোচনা সভায় ড. কামাল

স্টাফ রিপোর্টার

গণফোরামের ইমেরিটাস সভাপতি এডভোকেট ড. কামাল হোসেন বলেছেন, বিগত সময়ে দেশের যেসব সাংবিধানিক প্রতিষ্ঠান দলীয়করণের ফলে জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে সেগুলোর সংস্কার জরুরি। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে না পারলে গণতন্ত্র কখনোই প্রাতিষ্ঠানিকরূপ লাভ পাবে না।

বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে গণফোরাম আয়োজিত ‘বাংলাদেশের সংবিধান ও সংস্কার প্রস্তাব’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

আলোচনা সভায় ড. কামাল বলেন, যে কোনো সংস্কারের সময় আমাদের মনে রাখতে হবে, সংবিধান আমাদের স্বাধীন বাংলাদেশের ভিত্তি, বাংলাদেশের সব মানুষের ত্যাগ ও একতাবদ্ধ আকাঙ্ক্ষার ফসল। কোনো ব্যক্তিই এককভাবে সংবিধান পরিবর্তন করার অধিকার রাখেন না। সংস্কারের প্রস্তাবগুলোতে অবশ্যই জনগণের ইচ্ছার প্রতিফলন হতে হবে এবং সমাজের বর্তমান চাহিদার সঙ্গে আমাদের মৌলিক মূল্যবোধ এর সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

তিনি আরও বলেন, ‘আমাদের মনে রাখতে হবে যে, সরকারের স্বৈরতান্ত্রিক আচরণ এবং গণতন্ত্রহীনতার জন্য শুধু সংবিধানকে দায়ী করার প্রবণতা থেকে বের হতে হবে, বরং সরকার ও রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র অনুশীলন সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিদি, ড. শিরিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম প্রমুখ।

গণভোট নিয়ে আলোচনায় বসতে মির্জা ফখরুলকে ফোন ডা. তাহেরের

জুলাই সনদ সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী বাস্তবায়ন চায় বিএনপি

বিএনপি-জামায়াতকে ‘মল্ল যুদ্ধ’ বন্ধ করার আহ্বান এনসিপির

নির্বাচনের দিনই গণভোট হবে: মির্জা ফখরুল

নির্বাচনকে সামনে রেখে হানাহানি বন্ধ করুন: খেলাফত আন্দোলন

অনশনরত তারেকের পাশে দাঁড়িয়ে যা বললেন রিজভী

এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, কার জন্য কত মূল্য

গণভোট ও সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না: গাজী আতাউর রহমান

দুবাইয়ে মিষ্টি বিতরণ করা সেই প্রবাসীকে নিয়ে যা বললেন হাসনাত

জামায়াতসহ আট দলের স্মারকলিপিতে যা আছে