হোম > রাজনীতি

ঝুঁকি নিয়েই গোপালগঞ্জে প্রবেশ করলেন এনসিপি নেতারা

গোপালগঞ্জ প্রতিনিধি

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামসহ সংগঠনের কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর গোপালগঞ্জে প্রবেশ করেছে।

বুধবার দুপুর ১টার দিকে দলটির জুলাই পদযাত্রার গাড়িবহর গোপালগঞ্জে প্রবেশ করে।

এর আগে বরিশাল থেকে বুধবার সকাল পৌনে ১১টার দিকে তারা বরিশাল সার্কিট হাউজ থেকে সড়ক পথে কোটালীপাড়া হয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন দলটির নেতারা।

তবে গোপালগঞ্জের পথসভাকে কেন্দ্র করে ইতোমধ্যেই ওই এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ইতোমধ্যেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীরা সদর উপজেলার ঘাটিয়াগড় চরপাড়া এলাকায় টহলরত পুলিশের ওপর হামলা করেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে।

আহতরা হলেন—গোপীনাথ পুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ বিশ্বাস ও গাড়ি চালক কাউসার। আরেকজনের পরিচয় জানা যায়নি।

এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাড়ি বহরে হামলা, গাড়ি ভাঙচুর করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে গাড়ির ড্রাইভার আহত হন।

এদিকে গত তিনদিন ধরে বরিশাল অঞ্চলে টানা পদযাত্রায় অংশ নিয়ে সকাল পৌনে ১১টা পর্যন্ত বরিশাল অবস্থান করছিলেন এনসিপির আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা। বুধবার সকাল ৭টায় বরিশালে নাস্তা শেষে সড়কপথে সকাল ১১টার দিকে গোপালগঞ্জে পৌঁছানোর কথা ছিলো তাদের। কিন্তু সকাল পৌনে ১১টার দিকে তারা বরিশাল ত্যাগ করেন।

বিএনপি ও ধানের শীষ সাপের বিষে পরিণত হয়েছে: তারিকুল

ঢাকা-৯ কে বাসযোগ্য করার প্রতিশ্রুতি দিলেন ডা. জারা

ক্ষমতায় এলে সুলভ ইন্টারনেট ও ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করবে বিএনপি: মাহদী আমিন

২ ফেব্রুয়ারি কক্সবাজার আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণ : মঈন খান

এবার ভোট চুরি করতে এলে সেনাবাহিনী চামড়া লাল করে দেবে: হাসনাত

সরকারি বাসায় থাকার ‘খবর’ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

নেতা হ্যাঁ ভোট চেয়েছে, কর্মীরা না ভোট চাইলে তাদের বলবেন গুপ্ত গুপ্ত

২ ফেব্রুয়ারি যশোর-খুলনায় তারেক রহমানের নির্বাচনি জনসভা

কালো চিল ভোটে ছোঁ মারলে ডানা খুলে ফেলবেন