হোম > রাজনীতি

ঝুঁকি নিয়েই গোপালগঞ্জে প্রবেশ করলেন এনসিপি নেতারা

গোপালগঞ্জ প্রতিনিধি

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামসহ সংগঠনের কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর গোপালগঞ্জে প্রবেশ করেছে।

বুধবার দুপুর ১টার দিকে দলটির জুলাই পদযাত্রার গাড়িবহর গোপালগঞ্জে প্রবেশ করে।

এর আগে বরিশাল থেকে বুধবার সকাল পৌনে ১১টার দিকে তারা বরিশাল সার্কিট হাউজ থেকে সড়ক পথে কোটালীপাড়া হয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন দলটির নেতারা।

তবে গোপালগঞ্জের পথসভাকে কেন্দ্র করে ইতোমধ্যেই ওই এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ইতোমধ্যেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীরা সদর উপজেলার ঘাটিয়াগড় চরপাড়া এলাকায় টহলরত পুলিশের ওপর হামলা করেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে।

আহতরা হলেন—গোপীনাথ পুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ বিশ্বাস ও গাড়ি চালক কাউসার। আরেকজনের পরিচয় জানা যায়নি।

এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাড়ি বহরে হামলা, গাড়ি ভাঙচুর করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে গাড়ির ড্রাইভার আহত হন।

এদিকে গত তিনদিন ধরে বরিশাল অঞ্চলে টানা পদযাত্রায় অংশ নিয়ে সকাল পৌনে ১১টা পর্যন্ত বরিশাল অবস্থান করছিলেন এনসিপির আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা। বুধবার সকাল ৭টায় বরিশালে নাস্তা শেষে সড়কপথে সকাল ১১টার দিকে গোপালগঞ্জে পৌঁছানোর কথা ছিলো তাদের। কিন্তু সকাল পৌনে ১১টার দিকে তারা বরিশাল ত্যাগ করেন।

তারেক রহমানের জন্য প্রস্তুত বাসভবন ও অফিস

আসন সমঝোতা নিয়ে ব্যস্ত জামায়াতসহ আট দল

আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান

সামনের সময় খুব সুবিধার নয়, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান

ইনশাআল্লাহ ২৫ ডিসেম্বর দেশে ফিরবো: তারেক রহমান

মুক্তিযুদ্ধের ৫৪ বছর পরও স্বাধীনতাযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি

মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না

শোষণ ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে হবে: হাবিব

হাদি ইস্যুতে সর্বদলীয় প্রতিরোধ সভায় বিএনপি ছিল না কেনো

তারেক রহমানের জন্য বাসভবন ও অফিস প্রস্তুত