হোম > রাজনীতি

চশমা প্রতীকে নির্বাচন করবে আট দলের শরিক দল জাগপা

স্টাফ রিপোর্টার

চশমা প্রতীক নিয়ে জাতীয় নির্বাচনে আট দলের প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। বুধবার দুপুরে রংপুর ঈদগাহ মাঠে আট দল আয়োজিত বিভাগীয় সমাবেশে তিনি পঞ্চগড় থেকে চশমা প্রতীকে নির্বাচন করার ঘোষণা দেন।

রাশেদ প্রধান বলেন, রংপুর বিভাগের সন্তান হিসেবে, পঞ্চগড় জেলার সন্তান হিসেবে আমি অত্যন্ত গর্বিত। কারণ বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে ভোটের জরিপে আট দল সবচেয়ে বেশি এগিয়ে আছে এই রংপুর বিভাগে। আগামী নির্বাচনে আট দলের প্রতিক হবে দাড়িপাল্লা, হাতপাখা, রিক্সা, দেওয়াল ঘড়ি, বটগাছ, চশমা এবং ফুলকপি। আট দলের যে কোন একটি প্রতীক পাবেন আপনার এলাকায়, তাঁকে সকলে মিলে জয়যুক্ত করতে হবে। আমি পঞ্চগড় থেকে চশমা প্রতীকে নির্বাচন করবো ইনশাআল্লাহ।

জাগপা মুখপাত্র বলেন, আমার রংপুর বিভাগে আটটি জেলা আছে, ৩৩ টি আসন আছে। কোন আসনে ওই চাঁদাবাজ নতুন জালেম বিএনপিকে ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ। আমাদের অবহেলিত রংপুর বিভাগকে আমরা এবার জয়যুক্ত হয়ে সকলে মিলে গড়ে তুলবো ইনশাআল্লাহ। গণভোটে হ্যাঁ বলতে হবে, আট দলের প্রতীকে সিল মারতে হবে।

রাশেদ প্রধান বলেন, গতকাল মার্কিন প্রতিষ্ঠানের জরিপে দেখলাম বিএনপির সাথে জামায়াতের ভোটের ব্যবধান ৪ শতাংশ। জামায়াতের সাথে আমাদের ৭ দলের ভোট যোগ করলে বিএনপির পরাজয় সুনিশ্চিত। এবার আট দলের বিজয় হবে, ইসলামের বিজয় হবে, কোরআনের বিজয় হবে, জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, খেলাফত মজলিশের নায়েবে আমির আহমদ আলী কাসেমী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলামসহ আট দলের নেতৃবৃন্দ।

খালেদা জিয়ার চিকিৎসায় হাসপাতালে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এনসিপির মনোনয়ন আবেদন প্রক্রিয়া এখনো খোলা

খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে কিছুটা সাড়া দিচ্ছেন

আমরা সবার জন্য কল্যাণ রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখি

খালেদা জিয়া গণতন্ত্র ও ঐক্যের প্রতীক: আমিনুল হক

জুলাই যোদ্ধাদের পুনর্বাসন নিশ্চিত করতে হবে: ড. হেলাল উদ্দিন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইসলামী ঐক্যজোটের দোয়া মাহফিল

বিজয়ের মাস উদযাপনে ঢাবি প্রশাসনের অবহেলার অভিযোগ ছাত্রদলের

ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি

রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফশিল দিন