হোম > রাজনীতি

বিমান দুর্ঘটনায় জরুরি রক্তের জন্য শিবিরের হেল্পলাইন চালু

স্টাফ রিপোর্টার

উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য জরুরি রক্তের প্রয়োজন। ডোনারদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরিভিত্তিতে উপস্থিত থাকার জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এছাড়া এ বিষয়ে হেল্পলাইন খুলেছে সংগঠনটি। হেল্পলাইন নম্বর হলো- মিকদাদ : ০১৮৯৪৩২৮৭৭৫ আরাবী: ০১৫৪০০৫৬৬৯৭

বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে  মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী ছাত্রশিবির। সোমবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল মো. নূরুল ইসলাম সাদ্দাম এই শোক প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের F-934 সিরিয়ালের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও উদ্বিগ্ন। গণমাধ্যম সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করা বিমানটি মেট্রোরেলের ডিপোর পাশে উত্তরার মাইলস্টোন কলেজের অভ্যন্তরে বিধ্বস্ত হয়।

নেতৃবৃন্দ আরও বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত অনেক হতাহতের খবর পাওয়া গেছে। আহতদের হেলিকপ্টারের মাধ্যমে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট, উত্তরা আধুনিক মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

নেতৃবৃন্দ বলেন, আকস্মিক এই দুর্ঘটনায় আহতদের জীবন বাঁচাতে রক্ত ও জরুরি চিকিৎসা সহায়তা প্রয়োজন। তাই আমরা মানবিক দায়িত্ববোধ থেকে ছাত্রশিবিরের সকল জনশক্তি ও দেশবাসীর দোয়ার পাশাপাশি আহতদের সহায়তায় সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে গিয়ে রক্তদান ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের আহ্বান জানাচ্ছি।

স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার

জামায়াত আমিরের নির্বাচনি জনসভা কাল দুপুরে

হারলেও ফুলের তোড়া নিয়ে প্রতিদ্বন্দ্বীর বাসায় যাবো: শিশির মনির

সিলেটে পৌঁছেছেন তারেক রহমান

অপপ্রচারের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান ইসলামী আন্দোলনের

বিদ্রোহী ৫৯ প্রার্থীকে বহিষ্কার করল বিএনপি

নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারবে জামায়াতে ইসলামী

সিলেটের পথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

প্রচারের সময় যেন হাদির মতো পরিণতি না হয়: আখতার

তারেক রহমানের সঙ্গে ৭ দলের নেতাদের সাক্ষাৎ