হোম > রাজনীতি

বিকল্প রাজনৈতিক বলয় গঠনের আহ্বান আপ বাংলাদেশের

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের চলমান রাজনৈতিক শূন্যতা পূরণের লক্ষ্যে বিএনপি–জামায়াতের পাশাপাশি বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান জরুরি বলে মন্তব্য করেছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর প্রধান সংগঠক নাঈম আহমাদ।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর জামান টাওয়ারে অবস্থিত সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত “নতুন রাজনীতি উত্থানের শর্ত ও আসন্ন নির্বাচন” শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

নাঈম আহমাদ বলেন, দেশের রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণে ইতিবাচক ধারার বিকল্প বলয় গড়ে তুলতে হবে। আওয়ামী লীগের পুনরায় রাজনীতিতে ফেরা রোধ করতে এবং কালো টাকা ও পেশিশক্তিনির্ভর রাজনীতি বন্ধ করতে জনগণের সামনে নতুন, বিশ্বাসযোগ্য রাজনৈতিক পথ তুলে ধরার বিকল্প নেই। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা বিভিন্ন শক্তির মধ্যে আস্থা ও শ্রদ্ধার সম্পর্ক পুনর্গঠন করা আগামী দিনের রাজনীতির অন্যতম শর্ত।

আলোচনা সভায় বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাধারণ সম্পাদক দিদার ভূইয়া বলেন, লাহোর প্রস্তাবের পর মুসলিম লীগের যেমন নিরঙ্কুশ বিজয় এসেছিল, কিংবা ৬ দফার ধারাবাহিকতায় আওয়ামী লীগের মতো বিপুল বিজয় এসেছিল—তেমনি আসন্ন নির্বাচনে জুলাইয়ের স্টেকহোল্ডারদের বিজয় নিশ্চিত করতে এবারের নির্বাচনকে ‘পলিটিক্যাল ইলেকশন’-এ রূপান্তরিত করতে হবে। মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে জুলাইয়ের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ বলেন, রাসুল (সা.) সমস্যা সমাধানের রাজনীতি করতেন বলেই আউস–খাজরাজ গোত্র তাকে মদিনায় আমন্ত্রণ জানিয়েছিল এবং নেতৃত্ব প্রদান করেছিল। মানুষের বাস্তব জীবনের সমস্যা সমাধানে ব্যর্থ হলে নতুন রাজনীতির উত্থান সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো. জসীম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব কাজী সালমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন— যুগ্ম প্রধান সংগঠক আবরার হামীম, কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মেহেদী মুদাচ্ছের আলম, শাহজাদা মো. ইউসুফ, যুগ্ম সদস্য সচিব তানভীর হোসাইন সানজী, যাত্রাবাড়ী থানার আহ্বায়ক কামরুল ইসলাম হীরা প্রমুখ।

জামায়াত ক্ষমতায় আসলে সবচেয়ে বেশি বিপন্ন হবে নারীরা

আমাকে নিয়ে যাতে অহংকার করতে পারেন সেই দোয়া করবেন

১২ তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

১৯ বছর পর বগুড়ায় জনসভায় তারেক রহমান

কবর জিয়ারতের মধ্য দিয়ে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’-এর যাত্রা

নির্বাচনে কারচুপির পরিকল্পনার আশঙ্কা করছেন মির্জা আব্বাস

পডকাস্টে ফ্যামিলি কার্ডের বিস্তারিত তুলে ধরলেন তারেক রহমান

একটি দলকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আনার চেষ্টা হচ্ছে

নারীদের মর্যাদা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: জামায়াত আমির

ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানো প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির