বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা করেছেন যে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ ন্যায্য বিচার নিশ্চিত হবে। সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই আশা ব্যক্ত করেন।
তিনি লিখেছেন, ‘ঢাকায় কয়েক ঘণ্টার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষিত হবে। আমি আশা করব আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্য বিচার নিশ্চিত হবে । জাতি অপেক্ষায় আছে!’
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় আজ সোমবার ঘোষণা হচ্ছে। রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকার কার্জন হল-সংলগ্ন প্রধান সড়কের একপাশ বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সেনা মোতায়েন করা হয়েছে।
সোমবার ভোর থেকে ট্রাইব্যুনাল সংলগ্ন প্রধান সড়োকে পর্যাপ্তসংখ্যক সেনা মোতায়েন করতে দেখা যায়। গত শনিবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সেনাসদরে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়।
এর আগে এই মামলায় রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সেনা মোতায়েন করতে চিঠি দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে। সেই অনুযায়ী সেনাও মোতায়েন করা হয়েছিল সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনালে।