হোম > রাজনীতি

গণতন্ত্র এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি : লায়ন ফারুক

স্টাফ রিপোর্টার

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর নতুনভাবে স্বাধীনতা এলেও গণতন্ত্র এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা লায়ন মো. ফারুক রহমান।

সোমবার সকালে ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র শরিফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে লায়ন ফারুক এ কথা বলেন। বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেন তিনি।

তিনি বলেন,ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সমালোচনা করে তিনি বলেন, বাংলার মানুষের অধিকার হরণ করেছিল স্বৈরাচারী আওয়ামী সরকার। গণতন্ত্র এবং দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও জালিম সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে বিনা অপরাধে মিথ্যা মামলায় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিন কাটিয়েছেন দীর্ঘদিন। ছাত্র -জনতার আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ১৭ বছরের ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটিয়ে নতুন স্বাধীনতা এনেছি। তবে গণতন্ত্র এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতেই বাংলাদেশ রাষ্ট্র নিরাপদ বলে দাবি করে তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করবে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।

বিবৃতিতে লায়ন ফারুক রহমান বলেন, জাতির এক মহা ক্রান্তিলগ্নে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি দেশের মানুষের হারিয়ে যাওয়া বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। দেশপ্রেম ও সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

তিনি বলেন, বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা এখনো দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ এবং সজাগ ও সতর্ক থাকতে হবে; যেন পতিত স্বৈরাচারের কোনো ষড়যন্ত্রই কাজে না আসতে পারে।

লায়ন ফারুক বলেন, বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদেরকে আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার শপথ নিতে হবে। আসুন, আমরা সকল মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে সুন্দরভাবে গঠন করি।

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের সাক্ষাতের সময় পরিবর্তন

প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক বিকেলে

শিক্ষকদের অবহেলা করে দেশের উন্নয়ন সম্ভব নয়

ভারত সরকারের বাংলাদেশবিরোধী অবস্থান বরদাশত করব না: কর্নেল অলি

ইসলামী ঐক্যজোটের একাংশের ভারপ্রাপ্ত মহাসচিব ইলিয়াস

নির্বাচন যথাসময়ে অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে যাব: লায়ন ফারুক

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের আলোচনা আজ

যুগপৎ আন্দোলনে মাঠে থাকার আহ্বান খেলাফত আন্দোলনের

যে ৩ আসনের একটিতে নির্বাচন করতে পারেন মামুনুল হক

অন্তর্বর্তীকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে