হোম > রাজনীতি

‘নতুন বাংলাদেশ ইশতেহার’ ঘোষণা আজ

প্রতিনিধি, ঢাবি

‘নতুন বাংলাদেশ’-এর রূপরেখা উপস্থাপন করতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সমাবেশে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে দলটির ২৪ দফার ‘নতুন বাংলাদেশ ইশতেহার’।

রোববার সরেজমিনে দেখা যায়, শহীদ মিনারের মূল বেদিতে নির্মিত হয়েছে মঞ্চ। বসানো হয়েছে সাউন্ড সিস্টেম ও ছয়টি বৃহৎ ডিজিটাল পর্দা। নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে ১০৫টি সিসিটিভি ক্যামেরা। আগতদের জন্য স্থাপন করা হয়েছে অস্থায়ী মোবাইল টয়লেটও।

আজকের দিনটি ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী ‘জুলাই অভ্যুত্থানের’ বর্ষপূর্তি হিসেবে এদিনে সমাবেশ করার পেছনে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। এনসিপির নেতারা বলছেন, এক বছর আগের এই দিনে শহীদ মিনার এলাকায় স্বতঃস্ফূর্ত গণ-আন্দোলনের মাধ্যমে যাত্রা শুরু করেছিল ক্ষমতাবিরোধী ছাত্র ও নাগরিক আন্দোলন, যা পরবর্তীতে এনসিপিতে রূপ নেয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম (উত্তরাঞ্চল) ও হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল) আজকের সমাবেশে দলটির নির্বাচনী ইশতেহারসদৃশ ‘নতুন বাংলাদেশ রূপরেখা’ প্রকাশ করবেন।

এই ইশতেহারে শিক্ষা, স্বাস্থ্য, বৈদেশিক নীতি, প্রযুক্তি, দুর্নীতি দমন এবং রাষ্ট্রীয় কাঠামোর পুনর্বিন্যাস নিয়ে বিস্তারিত পরিকল্পনা থাকছে। একে ‘জুলাই অভ্যুত্থান’ পরবর্তী সময়ের প্রথম পূর্ণাঙ্গ রাজনৈতিক রোডম্যাপ হিসেবে উল্লেখ করছেন তারা।

এড়াছা এই সমাবেশের অন্যতম উদ্দেশ্য হলো ‘জুলাই সনদ’ চূড়ান্তকরণে সরকারের উপর চাপ সৃষ্টি করা। এনসিপির নেতারা বলছেন, আগামী ৫ আগস্টের মধ্যে অন্তর্বর্তী সরকার যদি সনদকে সাংবিধানিক ও আইনি স্বীকৃতি না দেয়, তাহলে তারা নতুন কর্মসূচির ঘোষণা দেবেন।

এদিকে শহীদ মিনারের আজকের সমাবেশটি এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাপ্তি। গত এক মাসে ৫৯টি জেলায় ঘুরে দলটি জনগণের প্রত্যাশা ও সমর্থন সংগ্রহ করেন। সমাবেশে কক্সবাজার থেকে টেকনাফ, রাজশাহী থেকে খুলনা- দেশের নানা প্রান্ত থেকে আগত নেতাকর্মীরা যোগ দিচ্ছেন।

ভোরে শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত কক্সবাজার থেকে আসা তাইফুল ইসলাম বলেন, “নাহিদ ভাইয়ের ডাকে আমরা এসেছি। তাঁর নেতৃত্বেই স্বৈরাচার পতনের স্বপ্ন দেখি।”

হাদি ইস্যুতে সর্বদলীয় প্রতিরোধ সভায় বিএনপি ছিল না কেনো

তারেক রহমানের জন্য বাসভবন ও অফিস প্রস্তুত

মহান বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানালো ডিআরইউ

সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: গোলাম পরওয়ার

রাজধানীতে এনসিপির আগ্রাসনবিরোধী যাত্রা শুরু

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রিল মেকিং প্রতিযোগিতা

একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ

৫০ এমপি প্রার্থীকে হত্যা করবে আওয়ামী লীগ: রাশেদ খান

গোলাম আযমকে সূর্যসন্তান বলে মুক্তিযোদ্ধাদের অপমান করেছে জামায়াত

আজ লন্ডনে শেষ কর্মসূচি পালন করবেন তারেক রহমান