ব্যারিস্টার ফুয়াদ শিক্ষা উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, আমলাতন্ত্রের খপ্পরে পড়বেন না। এই আমলাতন্ত্র কিন্তু হাসিনাকে ভারত পাঠিয়েছে। আমাকে আপনাকেও কিন্তু তারা ফাঁসির রশিতে ঝুলাবে। সুতরাং জনগণের কল্যাণে শিক্ষকদের এমপিওভুক্তির দাবি মেনে নিন।
মঙ্গলবার ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিওভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচিতে এবি পার্টির পক্ষ থেকে সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন।
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেন, শিক্ষকদের ৫ শত বা এক হাজার টাকা বেতন বৃদ্ধির জন্য রাস্তায় আন্দোলন করতে হচ্ছে। গত ৫৩ বছর ধরে কোন সরকারই শিক্ষকদের মর্যাদা ও সম্মান রক্ষায় স্থায়ী কোন সমাধান করে নাই।
শিক্ষকদের যদি নিবন্ধন, এমপিওভুক্তি ও বেতন ভাতার জন্য যদি রাস্তায় নামতে হয়, তাহলে তারা শিক্ষার্থীদের পাঠদান করবে কিভাবে? অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আপনারা প্রান্তিক শিক্ষক, ছাত্র-জনতার আন্দোলনের রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসেছেন। শিক্ষকদের রাস্তায় রেখে আপনারা এসি রমে বসে থাকার চিন্তা বাদ দেন।
তিনি আরও বলেন, ব্রীজ, রাস্তায় লুটপাটের জন্য বাজেট দেওয়া যায় কিন্তু শিক্ষকদের বেতনের বাজেট আপনাদের হয় না। সরকার ২৬০০ শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করার উদ্যোগকে স্বাগত জানাই।
তবে আমলাতন্ত্রের জটে যেন এই উদ্যোগ হারিয়ে না যায়। আমরা মিটিংয়ের নাটক দেখতে চাই না। একশন দেখতে চাই। শিক্ষকদের সম্মান মর্যাদার রাজনীতি দেখতে চাই।
শিক্ষকদের নিয়ে নোংরা রাজনীতি আর দেখতে চাই না। শিক্ষকদের নায্য দাবী মানতে হবে। আজকে বিকাল ৫ টার মধ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে। কোন ধরনের তালবাহানা দেখতে চাই না। আপনারা প্রাইমারী স্কুলের শিক্ষকদের কাছেই অ আ কখ শিখেছেন। সচিবালয়ে সম্মানের জায়গায় চাকরি করছেন।
ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা গত ৩৭ দিন ধরে এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে।