হোম > রাজনীতি

অলিউল্লাহ নোমানের সমর্থনে ঢাকাস্থ মাধবপুর উপজেলাবাসীর নির্বাচনি বৈঠক

আমার দেশ অনলাইন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মজলুম সাংবাদিক অলিউল্লাহ নোমানের সমর্থনে ঢাকাস্থ মাধবপুর উপজেলাবসীর নির্বাচনি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার রাজধানীর সেগুনবাগিচায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতের মনোনীত প্রার্থী অলিউল্লাহ নোমান ও ঢাকাস্থ মাধবপুর উপজেলাবাসী সদস্যবৃন্দ।

নাগরিক ফোরাম পল্টনের সভাপতি মো. ওবায়দুল্লাহ সভাপতিত্বে ও মোখলেছুর রহমান জুয়েলের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য দেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সমাজকল্যাণ সম্পাদক ও পল্টন থানা আমির শাহীন আহম্মেদ খান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও শাহবাগ পূর্ব থানা আমির এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২০নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আহসান হাবীব, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল নুরননবী উজ্জ্বল, বিশিষ্ট সমাজ সেবক ও সংগঠক সরদার আব্দুল কাদের, সাবেক ছাত্রনেতা ও সমাজ সেবক সাইফুর রহমান চৌধুরী। 

বৈঠকে বক্তারা আসন্ন নির্বাচনে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, জনগণের অধিকার, উন্নয়ন পরিকল্পনা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় যোগ্য প্রতিনিধির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা স্থানীয় ও জাতীয় উন্নয়ন, কর্মসংস্থান এবং জনসেবায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন। নির্বাচনি মাঠে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং জনগণকে আগামী নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের অনুরোধ করেন। বৈঠক শেষে উপস্থিত নেতাকর্মী ও অংশগ্রহণকারীরা একযোগে নির্বাচনি প্রচারণা জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আইন-শৃঙ্খলা গুরুতর অবনতি দেখছি, লেভেল প্লেয়িং ফিল্ড নেই

নির্বাচনি জোট নিয়ে জমিয়তের দুই অংশে হতাশা

যুবশক্তির জাতীয় প্রতিনিধি সম্মেলন মঙ্গলবার

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার আসছে না

ঢাকা–১০ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

২০০ আসনে জয়ী হলেও জাতীয় সরকার গঠন করব

আগামী নির্বাচন হতে যাচ্ছে মব কালচারের নির্বাচন

আওয়ামী দোসরদের নতুন জোটে আছে যেসব দল

আমরা ধর্ম নিয়ে কাজ করি, ব্যবহার করি না

১৮ দল নিয়ে নতুন জোটের আত্মপ্রকাশ