হোম > রাজনীতি

এনজিও স্টাইলে সরকার চালালে বেশিদূর যাবে না: ড. মঈন

অর্থনৈতিক রিপোর্টার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আপনি এনজিও বা করপোরেট স্টাইলে সরকার চালালে সেটি বেশিদূর যাবে না। আপনি যদি সরকারকে করপোরেট হিসেবে দেখেন, সেটি এক বিষয়। আর এনজিও হিসেবে দেখলে আরেক বিষয়। করপোরেট পলিসি আর আর এনজিও পলিসি দুইটা পুরোটাই আলাদা।

বৃহস্পতিবার রাজধানীর বনানীতে পলিসি রিসার্স ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ‘বাংলাদেশ মান্থলি ম্যাক্রো ইকোনমিক ইনসাইট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারের সভাপতিত্ব করেন পিআরআই চেয়ারম্যান ড. জাইদী সাত্তার।

ড. মঈন বলেন, সবাই বলে কর-জিডিপি অনুপাত বিশ্বে সবচেয়ে কম। আমি এতে উদ্বিগ্ন না। এটার বেশিরভাগই অবদান শিল্পগুলোর। বাংলাদেশের সত্যিটা হলো অধিকাংশ মানুষই ট্যাক্স দিতে ক্যাপেবল না।

তিনি বলেন, বাংলাদেশের সঠিক মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করা হয় না। যখন পণ্যের দাম বাড়ে, তারা কমার তথ্য দেয়। দেশের মানুষের ৬০ থেকে ৭০ ভাগ ব্যয় খাদ্য আর বাড়িভাড়ায় চলে যায়, সেটিও সঠিকভাবে আসে না।

এ নেতার মতে, বাংলাদেশ আমদানি নির্ভর দেশ। যখনই টাকার মান কমে যায়, তখনই আমদানিকৃত পণ্যের দাম বেড়ে যায়। প্রভাব পড়ে মূল্যস্ফীতিতে।

জিডিপির হিসাব কারসাজি করতে রাজি না হওয়ায় এক কর্মকর্তাকে অপদস্থ করা হয়েছে জানিয়ে ড. মঈন আরো বলেন, জিডিপির হিসাব কারসাজি করতে রাজি না হওয়ায় এক কর্মকর্তাকে থাপ্পড় দেওয়া হয়েছিল। সদ্য শেষ হওয়া অর্থবছরে গড় মূল্যস্ফীতি ১০ শতাংশ, আমরা মনে করি না এটি সঠিক তথ্য।

বিএনপি সংস্কারের পক্ষে এমন যুক্তি দিয়ে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে প্রচার চালানো হয় বিএনপি একমাত্র দল যারা সংস্কারের বিরোধিতা করছে। কিন্তু আমরাই ৩১ দফা সংস্কারের ঘোষণা দিয়েছি। আমাদের সংস্কারের আন্দোলন শুরু হয়েছিল আজ থেকে দুই বছর আগে।

হাত ভেঙে গুঁড়িয়ে দেবেন, চোখ উপড়ে ফেলবেন: মামুনুল হক

আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না

‘আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্য হবেন’

দুপুরে সিরাজগঞ্জে বিকেলে টাঙ্গাইলে বক্তব্য দেবেন তারেক রহমান

জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার

আলমগীরের জনপ্রিয়তা কাল হতে পারে রেজুর

ছুটির দিনে রাজধানীতে নির্বাচনি প্রচার জমজমাট

তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচয় করে দিলেন মির্জা ফখরুল

তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন ৪৮ শতাংশ মানুষ

ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে