হোম > রাজনীতি

চেতনা বিকৃত করে আ. লীগ ফ্যাসিস্ট হয়ে উঠেছিল: রিজভী

ঢাবি সংবাদদাতা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “আওয়ামী লীগ স্বাধীনতার চেতনাকে বিকৃত করে এক পর্যায়ে ফ্যাসিস্ট রূপ ধারণ করেছে।”

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত 'লগি-বৈঠার রাজনীতি থেকে আওয়ামী ফ্যাসিবাদের উত্থান: ২৮ অক্টোবর প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় রিজভী বলেন, ফ্যাসিস্টরা সবসময় একটি বয়ান তৈরি করে জনগণকে বিভ্রান্ত করে রাখে।

রিজভী বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ছিল আওয়ামী ফ্যাসিবাদের প্রথম উত্থানের দিন। সেই দিন শেখ হাসিনার নির্দেশে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার যে সংস্কৃতি শুরু হয়েছিল, সেটিই পরে রাষ্ট্রব্যাপী দমননীতি ও একদলীয় কর্তৃত্ববাদের ভিত্তি গড়ে দেয়।

“হিটলার যেমন জাতিগত শ্রেষ্ঠত্বের বয়ান তৈরি করেছিল, শেখ হাসিনা তেমনি স্বাধীনতার চেতনার বিকৃত ব্যাখ্যা দিয়ে রাষ্ট্রকে ফ্যাসিবাদের পথে নিয়েছিলেন,” বলেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী শাসনামলে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পর্যন্ত দলীয় নিয়ন্ত্রণে আনা হয়েছিল- যেখানে ভিন্ন মত প্রকাশ করলেই ভয় ও দমননীতি চালানো হতো।

"আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে যেতেও ভয় হতো। কেননা কোনো ছাত্রলীগ কর্মী দেখে ফেললেই বিপদ,” বলেন রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, “ফ্যাসিস্টরা কখনো একা থাকে না, তাদের পক্ষে সবসময় কিছু বুদ্ধিজীবী থাকে- যেমন জার্মান নাসিবাদের সময় এজরা পাউন্ড বা হিটলারের ইয়ং গ্রুপে যুক্ত ছিলেন বেশ কিছু লেখক। আমাদের দেশেও আমরা দেখি ফ্যাসিবাদের পক্ষে কিছু তথাকথিত বুদ্ধিজীবী আছেন।"

তিনি নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাদেরকে সত্যানুসন্ধানী হতে হবে। সঠিক ইতিহাস জানতে হবে। অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং পরিচালনা করেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

সভায় আরও উপস্থিত ছিলেন ২৮ অক্টোবরের শহীদ পরিবারের সদস্যবৃন্ধ।

আলোচকরা ডাকসুকে ধন্যবাদ জানিয়ে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ই জাতির গণতান্ত্রিক চেতনার সূতিকাগার। এখান থেকেই স্বাধীন চিন্তা, জ্ঞানচর্চা ও মানব চরিত্রের বিকাশ ঘটাতে হবে- যাতে আর কখনো যাতে কোনো ফ্যাসিস্ট শাসন মাথা তুলে দাড়াতে না পারে।”

গোলাম আযমকে সূর্যসন্তান বলে মুক্তিযোদ্ধাদের অপমান করেছে জামায়াত

আজ লন্ডনে শেষ কর্মসূচি পালন করবেন তারেক রহমান

নির্বাচন ঘিরে গুজব-অপপ্রচার, চ্যালেঞ্জের মুখে রাজনৈতিক দল

ধানমন্ডি ৩২-এ টাঙানো হলো হাদিসহ ৫ নেতার ছবি

বিজয় দিবসে জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

রাজনৈতিক পুরোনো ন্যারেটিভ প্রত্যাখ্যান করছে তরুণ সমাজ

পাকিস্তানের মতো এবার হিন্দুস্তানের বিরুদ্ধে জিততে হবে: রাশেদ প্রধান

নির্বাচনের মাধ্যমে দেশের নতুন ইতিহাসের মোড়ক উন্মোচিত হবে

স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়

বিএনপির ৫ নেতার স্থগিতাদেশ প্রত্যাহার