হোম > রাজনীতি

এই বয়সেও তরুণদের মতো কাজ করছেন তা সত্যিই বিস্ময়কর

জামায়াত আমিরকে নিয়ে জুনায়েদ

আতিকুর রহমান নগরী

জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ

জামায়াত আমির ডা. শফিকুর রহমান যেভাবে এই বয়সেও তরুণদের মতো দৌড়ে কাজ করে চলেছেন-তা সত্যিই বিস্ময়কর বলে মন্তব্য করেছেন নতুন রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ তিনি মন্তব্য করেন।

পোস্টে আলী আহসান জুনায়েদ বলেন—ডা. শফিকুর রহমান ভাইয়ের খোঁজ নিতে ফোন করেছিলাম। উনার পিএস নজরুল ভাই জানালেন, শরীর এখন কিছুটা ভালো। চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন। যেভাবে এই বয়সেও তরুণদের মতো দৌড়ে কাজ করে চলেছেন-তা সত্যিই বিস্ময়কর। আল্লাহ তাকে পূর্ণ সুস্থতা ও নেক হায়াত দান করুন।

আপ বাংলাদেশের আহ্বায়ক বলেন—উনি (ডা. শফিকুর রহমান) মঞ্চে পড়ে যাওয়ার পর যেভাবে সবাই ছুটে গিয়েছিলেন—সেটা ছিলো এক অনন্য দৃশ্য। সারজিসকে তখন মুনাজাতে দেখা যায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ভাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিসের নেতৃবৃন্দসহ জাতীয় নেতৃবৃন্দের আরো অনেকেই হাসপাতালে গিয়ে অথবা ফোন করে খোঁজ নিয়েছেন। এটাই তো আমাদের প্রত্যাশিত রাজনৈতিক পরিবেশ-সীমানা পেরিয়ে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা ও সহমর্মিতার উদাহরণ।

রাজনীতির টক্সিক সংস্কৃতি থেকে বেরিয়ে রাজনীতিবিদদের মানবিক হয়ে উঠার আহ্বান জানিয়ে জুনায়েদ বলেন—রাজনীতির টক্সিক সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মতপার্থক্য থাকবে, সমালোচনাও থাকবে। কিন্তু তার ঊর্ধ্বে উঠে একজন আরেকজনের প্রতি মানবিকতা, আন্তরিকতা এবং সহমর্মিতার জায়গা তৈরি করতে পারলে তবেই রাজনীতি মানুষের হয়ে উঠবে।

এর আগে শনিবার (১৯ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে সভাপতির বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান দলটির আমির শফিকুর রহমান। পরে পাশে থাকা নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন। কিছুক্ষণ পর আবারও বক্তব্য দিতে গিয়ে পুনরায় অসুস্থ হয়ে গেলে তিনি বসেই বক্তব্য দেন। পরে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি করেন। পরে রাত ৯টা ১৫ মিনিটে তিনি হাসপাতাল থেকে বাসায় যান।

জামায়াত ক্ষমতায় এলে সবচেয়ে বেশি বিপন্ন হবে নারীরা

আমাকে নিয়ে যাতে অহংকার করতে পারেন সেই দোয়া করবেন

১২ তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

১৯ বছর পর বগুড়ায় জনসভায় তারেক রহমান

কবর জিয়ারতের মধ্য দিয়ে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’-এর যাত্রা

নির্বাচনে কারচুপির পরিকল্পনার আশঙ্কা করছেন মির্জা আব্বাস

পডকাস্টে ফ্যামিলি কার্ডের বিস্তারিত তুলে ধরলেন তারেক রহমান

একটি দলকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আনার চেষ্টা হচ্ছে

নারীদের মর্যাদা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: জামায়াত আমির

ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানো প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির