হোম > রাজনীতি

জার্মানি থেকে খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স জার্মানি থেকে পাঠাচ্ছে কাতার। জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি হলেও ভাড়া থেকে যাবতীয় ব্যবস্থাপনা করছে কাতার সরকার।

শুক্রবার কাতার দূতাবাস বেসরকারি গণমাধ্যম এখন টিভিকে জানিয়েছে, কাতার আমিরের আয়োজনে আগামীকাল (শনিবার, ৬ ডিসেম্বর) বিকেল ৫টায় এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করবে। এর জন্য প্রয়োজনীয় ‘অবতরণ অনুমতি’ এরইমধ্যে সম্পন্ন হয়েছে।

এর আগে, দুপুরে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কারিগরি ত্রুটির কারণে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স এ-৩১৯ আসছে না। তবে কাতার অন্য দেশ থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দেবে।

এদিকে, খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান দুপুরে ঢাকায় পৌঁছেছেন। খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাত্রায় সঙ্গে থাকবেন তিনি।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়। পরে ৩০ নভেম্বর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে তাকে সিসিইউতে নেয়া হয়। রাখা হয় ভেন্টিলেশনে।

সীমান্ত হত্যার প্রতিবাদে ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ

এভারকেয়ার থেকে বাবার বাসায় জুবাইদা রহমান

বিএনপির ২৭২ প্রার্থী ঘোষণায় ক্ষুব্ধ ১২ দলীয় জোট

কড়াইল বস্তির দুর্গতদের জন্য বিএনপির দুই দিনের চিকিৎসা সেবা সম্পন্ন

খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলার বিষয়ে যা বললেন মির্জা ফখরুল

খালেদা জিয়ার জন্য সারা দেশে বিশেষ দোয়া

খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চিত

বিএনপির সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা লেবার পার্টির

ক্ষমতায় গেলে নিজের পেট নয়, জনগণের পেট ভরানোর চিন্তায় থাকবে জামায়াত

বিএনপির সমালোচকরাও খালেদা জিয়ার জন্য দোয়া করছেন: ফারুক