নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর ঘৃণ্য সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে প্রবাসে অবস্থানরত নেতৃবৃন্দ ও কর্মীরা বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটে লিখিত স্মারকলিপি প্রদান করেছেন।
স্মারকলিপিতে তিনটি সুস্পষ্ট দাবি উত্থাপন করা হয়:
১. বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার এবং নিউইয়র্ক শহরের সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ জানাতে হবে।
২. নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলসহ সম্পূর্ণ ফরেন সার্ভিস টিমকে অবিলম্বে চাকরিচ্যুত করতে হবে।
৩. সফরের পরবর্তী অংশে প্রত্যেক সফররত নেতাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিচারের ক্ষেত্রে ধীর গতি প্রবাসীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করছে। প্রবাসীরা এবং প্রবাসী সংগঠনগুলো এ হামলার সুষ্ঠু তদন্ত, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনার জোর দাবি জানায়।
স্মারকলিপি প্রদানের উল্লেখযোগ্য বিবরণ
লন্ডন, যুক্তরাজ্য (২৩ সেপ্টেম্বর ২০২৫): বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার (পলিটিক্যাল) ও হেড অব চ্যান্সেরি জনাব শেখ মোশাররফ শরীফ স্মারকলিপি গ্রহণ করেন।
লিসবন, পর্তুগাল (২৪ সেপ্টেম্বর ২০২৫): রাষ্ট্রদূত জনাব এম মাহফুজুল হকের নিকট স্মারকলিপি প্রদান করেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স পর্তুগাল।
রোম, ইতালি (২৪ সেপ্টেম্বর ২০২৫): দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (ওয়েলফেয়ার) জনাব আসিফ আনাম সিদ্দিকী এবং ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্স) জনাব মর্জুক ইসলাম স্মারকলিপি গ্রহণ করেন।
কানবেরা, অস্ট্রেলিয়া (২৪ সেপ্টেম্বর ২০২৫): Ms. Taima Rahman-এর নিকট স্মারকলিপি প্রদান করে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স অস্ট্রেলিয়া।
মিলানো, ইতালি (২৪ সেপ্টেম্বর ২০২৫): ফার্স্ট সেক্রেটারি ও হেড অব চ্যান্সেরি জনাব এমডি শরিফুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
নরওয়ে (২৩ সেপ্টেম্বর ২০২৫): বাংলাদেশ দূতাবাস না থাকায় সুইডিশ দূতাবাসের মাধ্যমে ই-মেইলে স্মারকলিপি জমা দেওয়া হয়, যা কনস্যুলার বিভাগ উচ্চ পর্যায়ে প্রেরণ করে।
ফিনল্যান্ড (২৩ সেপ্টেম্বর ২০২৫): সুইডিশ দূতাবাসের মাধ্যমে ই-মেইলে স্মারকলিপি জমা দেন প্রবাসী নেতৃবৃন্দ। রাষ্ট্রদূত Ms. Wahida Ahmed ও কনস্যুলার বিভাগ তা গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পাঠান।
ওয়ারসো, পোল্যান্ড (২৬ সেপ্টেম্বর ২০২৫): বাংলাদেশ দূতাবাসে প্রতিনিধি দল ফার্স্ট সেক্রেটারি Mr. Bishawjit Debnath-এর নিকট স্মারকলিপি জমা দেন।
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের বক্তব্য
“আমরা দৃঢ়ভাবে জানাচ্ছি প্রবাসে অবস্থানরত এনসিপি নেতৃবৃন্দ ও কর্মীরা কেন্দ্রীয় নেতৃত্বের উপর এই জঘন্য হামলার তীব্র নিন্দা জানায়। এটি শুধু একটি দলের উপর আক্রমণ নয়; বরং গণতন্ত্র, ন্যায়বিচার ও রাজনৈতিক সহনশীলতার উপর সরাসরি আঘাত। দেশের ভেতরে এবং প্রবাসে গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে আমাদের প্রতিবাদ ও কার্যক্রম অব্যাহত থাকবে।”