যেসব ইমাম আর্থিল অসচ্চলতা রয়েছে তাদের নির্দিষ্ট পরিমাণে মাসিক ভাতা দেওয়া পরিকল্পনা রয়েছে বিএনপির বলে জানিয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার রাজধানীর চীন মৈত্রী সম্মেলনে সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলনে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আসছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে রাষ্ট্র পরিচালনার দায়িত্বের সুযোগ পেলে যেসব ইমাম আর্থিক ও অন্য যেকোন সংকট থাকবে তাদের নির্দিষ্ট পরিমাণে আর্থিক সহযোগীতা চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পর্যায়ক্রমে সকল ইমামদের এই সহযোগিতা নিয়ে আনা হবে।
সম্মেলনে ইমামদের সাতদফা দাবির বিষয়ে তারেক রহমান বলেন, আলেম-ওলামাদের প্রতি প্রতিটি দাবির বিপরীতে সুনির্দিষ্ট সুপারিশ তৈরি করে বিএনপিকে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।