নিরপেক্ষ নির্বাচন আশা করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। রোববার রাতে বৈঠক শেষে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার রাত ৮ টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি এই কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন ভূটানের প্রধানমন্ত্রী। এছাড়া-ব্যবসা, বানিজ্য, জ্বালানিসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ হয়েছে। ভূটান দেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আশা করে। যেই সরকারই ক্ষমতায় আসুক সেই সরকারের সাথে কাজ করবে ভূটান।
জানা গেছে, ভুটানের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-কে একটি ফুলের তোড়া দিয়েছেন । মহাসচিব ঐ ফুলের তোড়া হাসপাতালে নিয়ে যাচ্ছেন। তিনি বেগম খালেদা জিয়া-কে পৌঁছে দেবেন