হোম > রাজনীতি

ঢাকা-১৩ কে চাঁদাবাজ, মাদক ও ছিনতাইমুক্ত করতে চাই

মোবারক হোসাইন

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ সংসদীয় আসনের প্রার্থী মোবারক হোসাইন বলেছেন, আপনারা যদি আমাকে সংসদে পাঠান আমি ঢাকা-১৩ (মোহাম্মদপুর, শেরেবাংলানগর, আদাবর) নির্বাচনি এলাকাকে চাঁদাবাজ, মাদক ও ছিনতাইমুক্ত আদর্শ এলাকায় পরিণত করতে চাই। এখানে মানুষের কল্যাণে, শান্তিতে বসবাস করার জন্য সব চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সারা দেশে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান তিনি।

শনিবার রাতে জামায়াতে ইসলামী শেরেবাংলা নগর উত্তর থানা আয়োজিত আগারগাঁওয়ের একটি মিলনায়তনে বিশিষ্টজনদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ঢাকা-১৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও শেরেবাংলা নগর থানা উত্তর আমিরর আব্দুল আউয়াল আজমের সভাপতিত্বে ও সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম মঞ্জুর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ডা. শফিউর রহমান, মোহাম্মদপুর জোনের টিম সদস্য আজহার মুন্সি, থানা নায়েবে আমির শাহ আজিজুর রহমান তরুণ, থানা অর্থ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হালিম, থানা অফিস সম্পাদক অ্যাডভোকেট তৌহিদুর রহমান, এইচ আর ডি সম্পাদক হুমায়ুন কবির, থানা ওলামা বিভাগের সভাপতি ও কর্মপরিষদ সদস্য এস এম সাইফুল আলম, থানা কর্মপরিষদ সদস্য হাফেজ শাহজাহান, থানা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার ইফতেখার খান সুজন, যুববিভাগের সভাপতি মাহমুদুল হাসানসহ অন্য নেতারা।

মোবারক হোসাইন আরো বলেন, দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করার মাধ্যমে ধর্ম, বর্ণ, গোত্র নির্বশেষে সব শ্রেণি ও পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। মূলত, কল্যাণ রাষ্ট্রের অনুপস্থিতিই মানুষের সব প্রকার দুঃখ-দুর্দশার কারণ। আর অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সকল নাগরিকের মৌলিক অধিকার। তাই অধিকারহারা মানুষের অধিকারের নিশ্চয়তা দিতে দেশকে আধুনিক কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। তিনি ক্ষুধা, দারিদ্রমুক্ত ও গণতান্ত্রিক মূল্যবোধের নতুন বাংলাদেশ গড়তে সবাইকে যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান।

ইমামদের মাসিক ভাতা চালুর পরিকল্পনা রয়েছে বিএনপির: তারেক রহমান

রাজনীতিতে প্রতিপক্ষকে ঘায়েল করতে এআইয়ের অপব্যবহার হচ্ছে: রিজভী

মনগড়া মতবাদ সমাজে শান্তি ও সম্মান দিতে পারবে না

বন্দিবিনিময় চুক্তিতে হাসিনাকে ফেরত দিতে হবে

রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির সাক্ষাৎ

যে যেভাবে পারছে, তলার পর তলা দালান তৈরি করছে

মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদ জামায়াতের

আওয়ামী ‘ভোটব্যাংক টানতে’ বিএনপি-জামায়াত-এনসিপির তৎপরতা

আন্তর্জাতিক নারী সম্মেলনে জামায়াত মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা

এনসিপির সম্ভাব্য প্রার্থীরা হুমকি-ধমকি পাচ্ছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী