৩০ লাখ ফলোয়ারের (তিন মিলিয়ন) অফিসিয়াল ফেসবুক পেইজ হারিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নিয়ে দেওয়া পোস্টে রিপোর্ট করে তার পেজটি রিমুভ করেছে ফেসবুক কর্তৃপক্ষ বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার নিজের আরেকটি ফেসবুক আইডিতে পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন সাবেক এই উপদেষ্টা।
পোস্টে আসিফ মাহমুদ লেখেন—ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সব পোস্ট, ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করে আমার অফিশিয়াল পেইজটি (৩০ লাখের বেশি ফলোয়ার) রিমুভ করে দেওয়া হয়েছে।
পোস্টে তিনি আরো লেখেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক দিয়ে সংঘবদ্ধ রিপোর্ট করা হয়েছে। হাদি ভাইকে নিয়ে দেওয়া তিনটি ভিডিওতেই স্ট্রাইক করা হয়েছে।
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার আগে ১০ ডিসেম্বর উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন তিনি। পরদিন ১১ ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন।