গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ঢাকায় মশাল মিছিল করবে দলটি।
বুধবার রাতে এ মশাল মিছিল অনুষ্ঠিত হবে। বিকালে এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবদীন শিশির বিষয়টি নিশ্চিত করেছেন।
জয়নাল আবদীন শিশির বলেন, আজ রাত ৮টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে মশাল মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এদিকে এনসিপির সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। এরই মধ্যে জেলা সার্কিট হাউজে আশ্রয় নিয়েছেন নাহিদ, হাসনাত, সারজিসসহ এনসিপি নেতারা।