হোম > রাজনীতি

ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনায় চরমোনাই পীরের গভীর উদ্বেগ

স্টাফ রিপোর্টার

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সাম্প্রতিক পরপর কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

শনিবার রাতে যুক্ত বিবৃতিতে চরমোনাই পীর বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার ক্ষতি অপূরণীয়। এর ফলে যেমন যাত্রী ও কার্গো মালিকদের অপূরণীয় ক্ষতি হয়েছে তেমনি বিমানবন্দরের নিরাপত্তা ও ব্যবস্থাপনাগত দুর্বলতার বহিঃপ্রকাশ ঘটেছে যা আন্তর্জাতিকভাবে আমাদের প্রধান বিমানবন্দরের সুনামহানীর কারণ হবে।

এর আগেও সাম্প্রতিক ঢাকার মিরপুরে পোশাক ও রাসায়নিক গুদামে এবং চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যেখানে প্রাণহানিসহ অর্থনৈতিক ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এসকল ঘটনায় পীর সাহেব চরমোনাই হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করার জন্য সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

চরমোনাই পীর বলেন, একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। এসব নিছক কোনো দুর্ঘটনা হতে পারে না। বরং পরাজিত অপশক্তির অভ্যুত্থান পরবর্তী নাশকতা বলেই মনে হচ্ছে।

এক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবশ্যই অগ্নিকাণ্ডের বিষয়ে সুষ্ঠু তদন্ত করতে হবে এবং দোষীদের উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে। দেশকে অস্থিতিশীল করতে যারাই পরিকল্পিতভাবে নাশকতায় জড়াচ্ছে তাদেরকে কঠোর হাতে দমন করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দেশের নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকারকে এখনই কাযর্কর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের সাক্ষাতের সময় পরিবর্তন

প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক বিকেলে

শিক্ষকদের অবহেলা করে দেশের উন্নয়ন সম্ভব নয়

ভারত সরকারের বাংলাদেশবিরোধী অবস্থান বরদাশত করব না: কর্নেল অলি

ইসলামী ঐক্যজোটের একাংশের ভারপ্রাপ্ত মহাসচিব ইলিয়াস

নির্বাচন যথাসময়ে অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে যাব: লায়ন ফারুক

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের আলোচনা আজ

যুগপৎ আন্দোলনে মাঠে থাকার আহ্বান খেলাফত আন্দোলনের

যে ৩ আসনের একটিতে নির্বাচন করতে পারেন মামুনুল হক

অন্তর্বর্তীকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে