হোম > রাজনীতি

সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের দাবি মির্জা ফখরুলের

স্টাফ রিপোর্টার

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে অবিলম্বে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তার জন্ম ও মৃত্যু দিবসকে জাতীয় দিবস ঘোষণার দাবিতে এই আলোচনা সভার আয়োজন করে ভাসানী জনকল্যাণ পার্টি।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, ‘কাল (বৃহস্পতিবার) তফশিল ঘোষণা হয়েছে, আর আজকেই একজন প্রার্থীকে গু‌লি করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।’ তিনি বলেন, ‘আমি একটা অশ‌নি সংকেত দেখতে পাচ্ছি যে, নির্বাচনকে বানচাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে।’

মির্জা ফখরুল বলেন, ‘কিছুদিন আগে চট্টগ্রামে আমাদের ক্যান্ডিডেটকে গুলি করেছে, আজকে দেখুন আবার ইন‌কিলাব মঞ্চের ক্যান্ডিডেটকে গুলি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে অবিলম্বে প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাই।’

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, অবিলম্বে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করুন এবং নির্বাচন যেন সম্পূর্ণভাবে সন্ত্রাসমুক্ত হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। এই ঘটনায় দলের পক্ষ থেকে কর্মসূচির কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘ইতোমধ্যেই আমাদের পার্টির চেয়ারম্যান আগামীকাল (শনিবার) এই ঘটনার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি আহ্বান করেছেন। তিনি আরো বলেন, ‘আমরা মনে করি যে এটা চক্রান্তের অংশ। এটাকে এখনই বন্ধ করার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাই।’

ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের মহাসচিব আবু ইউসুফ সেলিম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নাজমুল হক নান্নু, ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার প্রমুখ।

এগুলো হাসিনাও করতো— প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে নুর

হাদির ওপর হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি ইশরাকের

২৫ ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

হাদিকে গুলি: জড়িতদের গ্রেপ্তারের দাবি মহিলা জামায়াতের

ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনা গুরুতর অশনিসংকেত: সাইফুল হক

রাতে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

হাদির ওপর গুলিবর্ষণ নির্বাচন বানচালের চক্রান্তের অংশ: নূরুল ইসলাম বুলবুল

খেলাফত মজলিসের নায়েবে আমিরের ইন্তেকাল

নির্বাচনি পরিবেশ রক্তাক্ত করার নীলনকশা বাস্তবায়ন হচ্ছে