হোম > রাজনীতি

ফ্যাসিবাদ নির্মূলে সরকারের কার্যকর উদ্যোগের অভাব দেখছি

সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে শিবির সেক্রেটারি

স্টাফ রিপোর্টার

ফ্যাসিবাদ নির্মূলে সরকারের কার্যকর উদ্যোগের অভাব দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, প্রশাসনে বিপুল জনবল ও অর্থ বিনিয়োগ সত্ত্বেও, সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে এবং হাদির ওপর গুলির ঘটনায় দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

সোমবার (১৫ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এ কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, শরীফ ওসমান হাদি শুধু একটি নাম নয়, তিনি বাংলাদেশের মানুষের অন্তরের নাম। আমরা আল্লাহর কাছে প্রার্থনা জানাই, তিনি যেন হাদিকে দ্রুত সুস্থ অবস্থায় আমাদের মধ্যে ফিরিয়ে দেন।

হামলার ঘটনায় জড়িতদের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ছাত্রশিবিরের সেক্রেটারি বলেন, যারা শরীফ ওসমান হত্যার চক্রান্ত করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি।

তিনি আরও বলেন, প্রশাসনে কোটি কোটি টাকা ও বিপুল জনশক্তি বিনিয়োগ করা হলেও ফ্যাসিবাদ নির্মূলে যে ধরনের কার্যকর উদ্যোগ প্রয়োজন ছিল, তা দেখা যায়নি। জুলাই পরবর্তী সময়ে যেসব সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের অধিকাংশকেই মুক্ত করে দেওয়া হয়েছে। যার ফলে তারা আবার অস্ত্রের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। সরকারকে অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধারে সরাসরি অভিযান পরিচালনা করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি লেভেল প্লেয়িং ফিল্ড গঠনের জন্য এখন থেকেই সরকারকে জনগণের আস্থা অর্জনে উদ্যোগ নিতে হবে। অন্যথায় জুলাইয়ের বিদ্রোহীরা আবার রাস্তায় নামতে বাধ্য হবে। একটি সংগঠিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজনে আবারও প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও মন্তব্য করেন তিনি।

স্বাধীনতার পরাজিত শক্তি আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে

বিএনপির ৫ নেতার স্থগিতাদেশ প্রত্যাহার

তফসিলের পর অরাজক পরিস্থিতি মানা যায় না

ভয়ের কোনো কারণ নেই, নির্বাচন নির্ধারিত সময়েই হবে: তারেক রহমান

নিরাপত্তা কাঠামোয় ঘাপটি মেরে থাকা গোষ্ঠী স্বাধীনতা নষ্ট করতে সক্রিয়

ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিজয় দিবসে প্রতিরোধ কর্মসূচির ঘোষণা নাহিদের

প্রার্থীকে গুলি করা বিচ্ছিন্ন ঘটনা নয়, পরিকল্পিত প্যাকেজ প্রোগ্রামের অংশ

এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নাহিদ

সিইসির বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: ইসলামী ছাত্র আন্দোলন

হাদিকে নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমির