হোম > রাজনীতি

নতুন বাংলাদেশের কথা বলছেন, আচার-আচরণে পরিবর্তন আনুন: আমির খসরু

চট্টগ্রাম ব্যুরো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘যারা নতুন বাংলাদেশের কথা বলছেন, তাদের আচার-আচরণে সাংস্কৃতিক পরিবর্তন আনতে হবে। আমাদের সহনশীল হতে হবে। অন্যের মতের সঙ্গে দ্বিমত থাকলেও সম্মান প্রদর্শনে কোনো অসুবিধা নেই।’

শনিবার সন্ধ্যায় চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আয়োজিত ধর্ম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আর. কে. দাস রুপু।

তিনি আরও বলেন, 'আমরা আগামী দিনে সংখ্যালঘু, অসাম্প্রদায়িক কিংবা দুর্বল কথাটা শুনতে চাই না। আমরা একসাথে মিলেমিশে থাকব, একসাথে এগিয়ে যাব। যারা বিভেদ সৃষ্টি করে দেশকে দুর্বল করতে চায়, তাদের কাছে পরিস্কার বার্তা পৌঁছাতে হবে, এই দেশ সকল নাগরিকের, সকলের সমান অধিকার রয়েছে।'

আমির খসরু আরো বলেন, ‘বিভেদ থাকলে আমরা কখনো উন্নত হতে পারব না। জাতি হিসেবে এগিয়ে যেতে হলে বিভেদ ভুলতে হবে। বারবার যদি সংখ্যালঘু বা অসাম্প্রদায়িক শব্দ উচ্চারিত হয়, তবে বুঝতে হবে কোথাও গলদ আছে। সংবিধান যখন সকল নাগরিককে গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার দিয়েছে, সেখানে কাউকে আলাদা পরিচয়ে চিহ্নিত করার প্রয়োজন নেই।'

তিনি বলেন, ‘মুক্তির সংগ্রাম বিশ্বব্যাপী একটি সংগ্রাম। যেখানে মানুষ নিপীড়িত, সেখানেই মুক্তির ডাক ওঠে। আজকের এই দিনে মুক্তির বার্তা হলো, সমাজব্যবস্থা যেন নিরবচ্ছিন্নভাবে কাজ করতে পারে, কল্যাণ বয়ে আনতে পারে এবং কোনো বাধায় ব্যাহত না হয়। ন্যায়বিচার প্রতিষ্ঠা কোনো বিশেষ ধর্ম বা জাতিগোষ্ঠীর জন্য নয়, বরং সবার জন্য। জাতিগতভাবে আমাদের অটুট ঐক্য থাকতে হবে।

একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ

৫০ এমপি প্রার্থীকে হত্যা করবে আওয়ামী লীগ: রাশেদ খান

গোলাম আযমকে সূর্যসন্তান বলে মুক্তিযোদ্ধাদের অপমান করেছে জামায়াত

আজ লন্ডনে শেষ কর্মসূচি পালন করবেন তারেক রহমান

নির্বাচন ঘিরে গুজব-অপপ্রচার, চ্যালেঞ্জের মুখে রাজনৈতিক দল

ধানমন্ডি ৩২-এ টাঙানো হলো হাদিসহ ৫ নেতার ছবি

বিজয় দিবসে জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

রাজনৈতিক পুরোনো ন্যারেটিভ প্রত্যাখ্যান করছে তরুণ সমাজ

পাকিস্তানের মতো এবার হিন্দুস্তানের বিরুদ্ধে জিততে হবে: রাশেদ প্রধান

নির্বাচনের মাধ্যমে দেশের নতুন ইতিহাসের মোড়ক উন্মোচিত হবে