হোম > রাজনীতি

সরকারি উপহারও গোপন ভল্টে রেখেছিলেন হাসিনা

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

অগ্রণী ব্যাংকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণালংকার পাওয়া গেছে। সেখানে সংরক্ষিত দুটি ভল্ট ভেঙে এ সম্পদের সন্ধান পায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

মঙ্গলবার রাজধানীর দিলকুশায় অবস্থিত ব্যাংকটির প্রধান শাখায় ভল্ট দুটি জব্দ করা হয়।

একই দিন হাসিনার নামে রক্ষিত পূবালী ব্যাংকের একটি শাখায় একটি ভল্ট খোলা হলেও সেখানে কিছু পাওয়া যায়নি। সিআইসির এক কর্মকর্তা আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ১৭ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে লকার দুটি জব্দ করেছিল সিআইসি। কিন্তু হাসিনা ভারতে পালিয়ে যাওয়ায় আইনগত বাধা থাকায় এতদিন সেগুলো ভাঙা সম্ভব হয়নি। অবশেষে আদালতের অনুমতি নিয়ে গতকাল লকার দুটি ভাঙা হয়। এ সময় ৭৫১ এবং ৭৫৩ নম্বর ভল্টে ৮৩২ ভরি স্বর্ণালংকার পাওয়া যায়। বর্তমানে দুই লাখ টাকা ভরি হিসাবে উদ্ধার করা স্বর্ণের বাজারদর ১৬ কোটি ৬৪ লাখ টাকা।

অগ্রণী ব্যাংকের লকারে স্বর্ণালংকার ছাড়াও বেশকিছু উপহারসামগ্রী পাওয়া গেছে বলে সূত্র জানিয়েছে। রাষ্ট্রীয় তোশাখানায় এসব উপহারসামগ্রী জমা না দিয়ে ব্যক্তিগত লকারে রাখা হয়েছিল। এতে আইনের লঙ্ঘন হওয়ায় হাসিনার বিরুদ্ধে আরেকটি মামলা হতে পারে বলে ওই কর্মকর্তা জানান।

‘নিঃস্ব আমি রিক্ত আমি’ বলা হাসিনার ব্যাংকের ভল্টে ৮৩২ ভরি স্বর্ণ

দুর্নীতিকে লাল ও সন্ত্রাসকে কালো কার্ড দেখানো হবে: জামায়াত আমির

কড়াইল বস্তির আগুন: তারেক রহমানের গভীর উদ্বেগ

বাউল আবুল সরকারের ইস্যুতে যা বললো এনসিপি

জামায়াত আমিরের সঙ্গে কসোভোর সাবেক স্বাস্থ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রবাসী ভোট পাসপোর্ট দিয়েই তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি বিএনপির

পাঠাগার ও খেলার মাঠ নির্মাণের প্রতিশ্রুতি, ঢাকা ৪-এর বিএনপি প্রার্থীর

নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত বিএনপি: রিজভী

ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে অস্থিরতার অপচেষ্টা চলছে

ক্ষমতায় গেলে স্বাস্থ্য সেবা নিশ্চিতে গুরুত্ব দেবে জামায়াত