হোম > রাজনীতি

নিউইয়র্কে হামলা, আ.লীগের বিচারসহ তিন দাবি এনসিপির

স্টাফ রিপোর্টার

এনসিপির সংবাদ সম্মেলন

নিউইয়র্ক কনসাল জেনারেলের পদত্যাগসহ তিন দাবিতে জরুরি সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে দাবিগুলো উত্থাপন করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের উত্থাপিত দাবিগুলো হলো-

১. নিউইয়র্কে এনসিপি সদস্য সচিবসহ রাজনৈতিক নেতাদের ওপর হামলা করা সকল হামলাকারীদের চিহ্নিতকরণ করে অবিলম্বে গ্রেফতার করতে হবে, অবিলম্বে নিউইয়র্কের কনসাল জেনারেলকে পদত্যাগ করতে হবে এবং ঘটনার সম্পূর্ণ তদন্ত করে নিরাপত্তা প্রদানে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

২. ফ্যাসিবাদের জামানায় ফরেইন মিনিস্ট্রিতে নিয়োগকৃত আওয়ামী দোসরদের অপসারণ করতে হবে এবং উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় হামলাকারী হিসেবে যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে।

৩. জুলাই গণহত্যার বিচার স্বচ্ছ করা এবং ত্বরান্বিত করা ও দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে।

নিউইয়র্কে দলটির সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা ও নেতাদের উদ্দেশ্য করে আওয়ামীদের ভর্ৎসনার ঘটনার পর এ জরুরি সংবাদ সম্মেলন ডাকে এনসিপি।

এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পররাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা বসবো এবং জবাবদিহিতা চাইবো- কেন বার বার এ ধরনের ঘটনাগুলো ঘটছে? কেন আমাদের বিদেশের অ্যাম্বাসিগুলো রাজনৈতিক নেতৃবৃন্দের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে? এবং কেন ফ্যাসিস্ট আওয়ামী তৎপরতা তারা বন্ধ করতে পারছে না?

দাবি ও কর্মসূচি

হামলার ঘটনার প্রতিবাদে জানাপা কয়েকটি দাবি উত্থাপন করেছে:

>> হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করা।

>> নিউইয়র্কের কনস্যুল জেনারেলের পদত্যাগ।

>> নিরাপত্তা দিতে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা।

>> ফ্যাসিবাদের সময়ে নিয়োগপ্রাপ্ত আওয়ামী সমর্থিত কর্মকর্তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অপসারণ।

হামলার প্রতিবাদে এদিন বিকেল ৫টায় শাহবাগে এনসিপি ঢাকার মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং সারাদেশে জেলা ও মহানগরে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা ও পালন করেছে দলটি।

সংবাদ সম্মেলনে এনসিপি নেত্রী নাহিদা সারোয়ার নিভা, তাজনূভা জাবীন, সালেহ উদ্দিন সিফাত, আল আমিন, সাইফ মোস্তাফিজসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘পদত্যাগ’ ইস্যুতে যা বলছেন এনসিপি নেতারা

কলকাতার নিউ টাউনে শিগগির কাদেরের নেতৃত্বে ‘চা-চক্র’

নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা বলল এনসিপি

ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে: জামায়াত আমির

বদলে গেল নাম, বাগছাস এখন ‘জাতীয় ছাত্রশক্তি’

ভারতবিরোধিতার কারণে গোলাম আযম শহীদ হয়েছেন: ব্রিগেডিয়ার আযমী

ইমামকে অপহরণে ইসকনের ভূমিকা উদ্বেগজনক: জমিয়তে উলামা

দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব দিয়ে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: ড. হেলাল উদ্দিন

আ.লীগ ও জাপাকে বাইরে রেখে নির্বাচন দেশ ধ্বংসের ষড়যন্ত্র

ইবতেদায়ী শিক্ষকদের দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সমর্থন