হোম > রাজনীতি

নিষেধাজ্ঞা না উঠালে নির্বাচন পণ্ড করে দেবে আ.লীগ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

এবার নির্বাচন পণ্ড করে দেওয়ার হুমকি দিয়েছেন পতিত স্বৈরাচার শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার তীব্র গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। আজ তার বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায়। তার ঠিক আগে ছেলে সজীব ওয়াজেদ জয় হুমকি দিয়ে বলেছেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা না তুলে নিলে দলটির নেতাকর্মী ও সমর্থকরা আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন পণ্ড করে দেবে। সেই সঙ্গে পরিস্থিতির অবনতি হলে আন্দোলন সহিংসতায় রূপ নিতে পারে বলেও হুঁশিয়ার করেছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আওয়ামী লগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে সংহিস বিক্ষোভের হুমকি দিয়েছেন স্বৈরশাসক শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আওয়ামী লীগের সমর্থকরা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বাধা দেবে।’

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার আগে রয়টার্সকে সাক্ষাৎকার দিলেন সজীব ওয়াজেদ জয়।

২০২৪ সালের আগস্টে বাংলাদেশ থেকে পালিয়ে আসার পর থেকে হাসিনা দিল্লির আশ্রয়ে রয়েছেন। জয় বলেন, ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে এবং তাকে ‘রাষ্ট্রপ্রধানের মতো’ সম্মান দেয়া হচ্ছে।

তিনি বলেন, ‘ওরা আমার মায়ের সঙ্গে কী করতে পারে? আমার মা ভারতে নিরাপদে আছেন। ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে।’

জয় বিশ্বাস করেন শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত হবেন। তিনি বলেন, ‘তারা এটি টেলিভিশনে প্রচার করছে। তারা তাকে দোষী সাব্যস্ত করবে এবং সম্ভবত তাকে মৃত্যুদণ্ড দেবে।’

আরএ

গণহত্যার দায়ে হাসিনা-কামালের মৃত্যুদণ্ডে শুকরিয়া: লেবার পার্টি

শেখ হাসিনার রায় নিয়ে যা বললেন সারজিস আলম

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

শোষকের বিরুদ্ধে শোষিতের বিজয়ের ইতিহাসের পূর্ণতা হাসিনার বিচার

হাসিনা দেশে ঢোকার ১৩তম দিনে খুন হয়েছিলেন প্রেসিডেন্ট জিয়া

অপরাধ বিবেচনায় সাজা যথেষ্ট নয়, তবে ভবিষ্যতের মাইলফলক: সালাহউদ্দিন

মুজিব নয় স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা ভাসানী: রাশেদ প্রধান

একই দিনে বিএনপি-জামায়াতের সঙ্গে সংলাপে বসছে ইসি

ব্যাংক লুটের টাকায় বাসে আগুন দিচ্ছে সন্ত্রাসীরা: রিজভী

‘আর যেন কেউ হাসিনা হয়ে ওঠার সাহস না পায়’