হোম > রাজনীতি

পাঁচ দাবিতে রাজধানীতে ৮ দলের সমাবেশ আজ

স্টাফ রিপোর্টার

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আজ মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করবে জামায়াতে ইসলামীসহ আট দল। দুপুর দুইটায় পল্টন মোড়ে হবে এ সমাবেশ।

গতকাল সোমবার পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আট দলের বৈঠকপরবর্তী যৌথ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এ সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, পাঁচ দফা দাবিতে ধারাবাহিক আন্দোলনের পঞ্চম পর্বের অংশ হিসেবে ঢাকায় এই সমাবেশ ডাকা হয়েছে। এর মধ্য দিয়ে দেশ-জাতি ও সরকারকে একটি বার্তা দেওয়া হবে। আশা করি সরকার আমাদের দাবি মেনে নেবে।

তিনি আরো বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ ও বাস্তবায়ন প্রক্রিয়া দুটি আলাদা পার্ট হিসেবে আলোচনা হয়েছে। কিন্তু বিএনপি এ দুটিকে মিলিয়ে ফেলেছে। তারা সরকারের বিরুদ্ধে প্রতারণাসহ নানা অভিযোগ করছে। আমরা বলতে চাই, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার অংশ ছিল না। ‍দুটি বিষয় প্রকাশিত হওয়ার পর তারা কমিশনের সিদ্ধান্তের বিপরীত অবস্থান নিয়েছে। দীর্ঘসূত্রতা তাদের জন্য হয়েছে, আজ আবার বাস্তবায়নে জটিলতা তৈরি হচ্ছে। এ বিষয়ে আমাদের আলোচনার প্রস্তাবেও তারা সাড়া দেয়নি। তারা জামায়াতের আহ্বানে সাড়া দেবে না বলেছে। আমরাও বলেছি, আপনারা ডাকেন-আমরা যাব। তারা সেই ডাক দিতে পারেনি।

পল্টন মোড়ে ডাকা সমাবেশের প্রস্তুতি প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন, আমরা এই সমাবেশের বিষয়ে প্রশাসনকে চিঠি দিয়েছি। এতে কোনো হাঙ্গামা হবে না। সুশৃঙ্খলভাবে করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেন, সংবিধানের কথা বলে তারা দেশ ও জাতিকে বিপদে ফেলছে। সংবিধান বড় নাকি জনগণের অভিপ্রায় বড়? এ কথা আওয়ামী আমলে মির্জা ফখরুল বহুবার বলেছেন। সংবিধানে তো ৫ বছর পর নির্বাচনের কথা বলা হয়েছে। কিন্তু ২০২৬ সালের নির্বাচন কি পাঁচ বছর পর হচ্ছে? এ জায়গায় হাত দিলে বহু জটিলতা তৈরি হবে। এতে ফেব্রুয়ারিতে তারা (বিএনপি) নির্বাচন চায় কি না- তা নিয়ে প্রশ্ন দেখা যাবে।

প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন, যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানি, যুগ্ম মহাসচিব মাওলানা তৌহিদুজ্জামান ও অধ্যক্ষ রোকনুজ্জামান, নেজামে ইসলাম পার্টির সহ-সভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারি, জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম প্রমুখ।

হাসিনা সন্ত্রাসী, তাকে দেশে আসতে দেয়া হবে না

৮ দলের সমাবেশ, পল্টন মোড়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

আসছে মাহাবুব আলমের বই ‘এনসিপির যাত্রা’

স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত মানা হবে না

২০টি সিটের জন্য বিএনপির কাছে ধরনা দিচ্ছে, আর বাইরে গলাবাজি করছে

আ.লীগের ভাইয়েরা ভালো আছেন, চুপচাপ থাকলে আরো ভালো থাকবেন

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

হাসিনার বাংলাদেশে ঢোকার খবর, বিশেষ বার্তা পুলিশ সদর দপ্তরের

রাজধানীতে সতর্ক থাকবে রাজনৈতিক দলগুলো

নৌকার ভোটাররা হতাশ হবেন না, ধানের শীষ পাশে আছে