হোম > রাজনীতি

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদের মূল্য নেই: রাশেদ প্রধান

আমার দেশ অনলাইন

ছবি: আমার দেশ

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আইনি ভিত্তি না থাকলে যে কোনো দল ক্ষমতায় এসে জুলাই সনদকে অস্বীকার করতে পারে। মনে রাখবেন, আইনি ভিত্তি ব্যতীত জুলাই সনদের মূল্য ভাংগারি দোকানের পুরাতন বাতিল কাগজের মত।

বৃহস্পতিবার সকালে জাগপা’র পল্টন কার্যালয়ে শ্রমজীবী ও পেশাজীবীদের সাথে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশে নতুন স্বৈরাচার, লুটেরা, চাঁদাবাজ, খুনি, হিন্দুস্তানের দালাল চাই না। জুলাই সনদ আমাদের আগামীর পথ চলা এবং দেশ গড়ার দিকনির্দেশনা। সমাজের প্রত্যেক শ্রেণি পেশার মানুষকে জুলাই সনদের আইনি ভিত্তির পক্ষে কথা বলতে হবে।

রাশেদ প্রধান বলেন, আমি দেখতে পাচ্ছি আমাদের ডাকে সাড়া দিয়ে সরকারি ছুটির দিনে আজ এখানে উপস্থিত হয়েছেন- ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, বেসরকারি চাকুরিজীবী। একইসাথে উপস্থিত হয়েছেন বাস চালক, পরিচ্ছন্ন কর্মী, গার্মেন্টস কর্মী, পত্রিকার হকার। সমাজের নানা শ্রেণি পেশার মানুষের এই যে মিলনমেলা এটাই কিন্তু বাংলাদেশ। আপনার মাসিক উপার্জন ১০ লক্ষ টাকা হোক কিংবা ১০ হাজার, আপনার ভোট দেয়ার ক্ষমতা ১টি। আমরা চাই না আপনার দেয়া সেই মূল্যবান ভোট নষ্ট হোক। তাই আমাদের পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে, যেখানে প্রত্যেকটি ভোট কাজে লাগবে।

জাগপার মুখপাত্র বলেন, খুনি হাসিনাকে ফেরত আনতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলের অপরাজনীতি নিষিদ্ধ করতে হবে। ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে হবে। সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষরা রাজনীতি করেন না কিন্তু এই দেশেই বসবাস করেন। আর তাই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রশ্নে সবাইকে সচেতন থাকতে হবে।

এর আগে জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন সূচনা বক্তব্যে জাগপার ৭টি দাবি তুলে ধরেন এবং সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষরা জাগপা উত্থাপিত ৭টি দাবি নিয়ে নিজস্ব মতামত প্রকাশ করেন।

বিএনপির বিদ্রোহী প্রার্থী রইল অর্ধশতাধিক আসনে

এনসিপি নেতাদের রাজনীতি শেখার উপদেশ দিলেন মির্জা আব্বাস

ঢাকা-১৫ আসন নিয়ে যা বললেন জামায়াত আমির

মিরপুরে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

জাতীয় পার্টি গণভোটকে প্রত্যাখ্যান করবে

রাজনৈতিক হীনমন্যতা থেকে বিএমডিসিকে দিয়ে শোকজ: ডা. খালিদুজ্জামান

বাংলাদেশের বড় সমস্যাগুলোর অন্যতম হলো নীতিগত বিকৃতি

জোটে ১১ আসন পেলেও ৯ টিতে প্রার্থী প্রত্যাহার করেনি খেলাফত মজলিস

মাহমুদা মিতুর মনোনয়ন প্রত্যাহার, জামায়াতকে সমর্থনের ঘোষণা

মিরপুরে জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপির হামলা