হোম > রাজনীতি

গোপন সমঝোতার মাধ্যমে আরপিও সংশোধন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে

স্টাফ রিপোর্টার

গোপন সমঝোতার মাধ্যমে যদি আরপিও সংশোধন করে কোনো বিশেষ দলকে অস্বাভাবিক রাজনৈতিক সুবিধা দেওয়া হয়, তবে তা আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার নতুন ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।

রোববার এক যুক্ত বিবৃতিতে এই সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

যুক্ত বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিস জানায়, একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনার লক্ষ্যে সরকার শুরু থেকেই পরিকল্পিতভাবে কাজ করছে। ইতিপূর্বে ওই দলের বর্তমান ভারপ্রাপ্ত প্রধানের সাথে প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে বৈঠক করেছেন এবং সেই বৈঠকের ধারাবাহিকতায় দুই পক্ষের আলোচনার মাধ্যমে নিজেদের ইচ্ছেমতো নির্বাচন তারিখ নির্ধারণ করে যৌথ ব্রিফিং পর্যন্ত সম্পন্ন করেছেন—যা রাষ্ট্রীয় বিধি-ব্যবস্থা এবং জুলাই বিপ্লবের অংশিজনদের প্রতি সরাসরি অবজ্ঞা।

বিবৃতিতে তারা বলেন, আবার সেই একই দলের দাবির প্রেক্ষিতে সরকার আরপিও সংশোধন করে নির্বাচনি মাঠে তাদেরকে অস্বাভাবিক রাজনৈতিক সুবিধা দেওয়ার অপচেষ্টা করছে। রাজনীতিতে এ ধরণের পদক্ষেপ নিন্দনীয়, অশোভন ও ঘৃণ্য। গোপন সমঝোতার মাধ্যমে যদি আরপিও সংশোধন করা হয় বা পূর্বের সিদ্ধান্ত বাতিল করা হয়—তবে তা নির্বাচনে সমান প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করার সামিল এবং জাতির সামনে আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার নতুন ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।

তারা বলেন, দেশবাসী পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে—ফ্যাসিবাদকে প্রতিহত করার সংগ্রাম ও আত্মত্যাগের উপর প্রতিষ্ঠিত এই সরকার কিভাবে আরেকটি ফ্যাসিবাদের দরজা খুলে দিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সাথে কোনো রাজনৈতিক গোষ্ঠীর গোপন ডিল বা অদৃশ্য চুক্তির মাধ্যমে আইন পরিবর্তনের অপচেষ্টা—শুধু নির্বাচনী নিরপেক্ষতাই ধ্বংস করবে না, বরং রাষ্ট্র কাঠামোকেই চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে। আরপিওর পূর্ব সিদ্ধান্ত ও সুপারিশসমূহ উপেক্ষিত হলে নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা দূরূহ হয়ে দাঁড়াবে, এবং নতুন করে জাতীয় গণবিস্ফোরণ ও গণঅভ্যুত্থানের ঝুঁকিও তৈরি হবে। এ দেশের মানুষ ন্যায্য প্রতিযোগিতা, ন্যায়বিচার ও মুক্ত ভোটাধিকার চায়—কোনো বিশেষ দলের সুবিধা রক্ষায় ক্ষমতাকে বন্ধক রেখে সাজানো নির্বাচন নয়।

তারা সরকারের উদ্দেশে সতর্ক করে বলেন —রাষ্ট্র থেকে ফ্যাসিবাদের এজেন্টদের উচ্ছেদ না করলে, এবং নির্বাচনকে নিয়ন্ত্রিত ও পূর্বনির্ধারিত পথে নেওয়ার অপচেষ্টা থেকে বিরত না থাকলে—জনতাই শেষ বিচার করবে।

মনোনয়ন না পেয়ে যা বললেন রুমিন ফারহানা

জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি

পাটওয়ারী-জারার নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট কমিটি

বিএনপির খালি রাখা ৬৩ আসনে যারা অগ্রাধিকার পেতে পারেন

জাতীয় স্বার্থে আলোচনায় বসে সমস্যার সমাধানের প্রত্যাশা জামায়াত আমিরের

জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা কবে, জানালেন ডা. শফিকুর রহমান

২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

ঢাকায় বিএনপি ও জামায়াতের প্রার্থী যারা

বিএনপির ৪ নেতা মধ্যরাতে বহিষ্কার

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় জামায়াতের প্রতিবাদ