শিবির সেক্রেটারি
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী অতীতের কিছু রাজনৈতিক ন্যারেটিভ পুনরুজ্জীবিত করার মাধ্যমে জাতিতে বিভেদ সৃষ্টি করতে চাইছে। তবে তরুণ সমাজ এসব বিভাজনমূলক ন্যারেটিভ প্রত্যাখ্যান করেছে।
স্বাধীনতার ৫৫ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সকালে ঢাকা কলেজে আয়োজিত সাইকেল র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বাকস্বাধীনতা হরণ করে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে দুর্ভিক্ষ ও রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছিল, যার প্রভাব দেশকে গভীর সংকটে ফেলেছিল।
শিবির সেক্রেটারি বলেন, দুর্নীতিমুক্ত, দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং স্বাধীনতার ঘোষণাপত্রের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিধা প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যেতে চাই।
স্বাধীনতার ৫৫ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার আয়োজনে সকাল পৌনে ৮টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে সাইকেল র্যালিটি শুরু হয়। র্যালিটি সংসদ ভবন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার সভাপতি মোস্তাকিম আহমেদের সভাপতিত্বে ও আব্দুর রহমান আফনানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা এবং কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম।